আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে উষ্ণ শুভেচ্ছাবার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। পবিত্র রমজান উপলক্ষে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছাবার্তা দেন তিনি।
এক ভিডিও বার্তায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস বলেছেন, “সহানুভুতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে রমজান”।
২৭ ফেব্রুয়ারি তুর্কি বার্তা সংস্থা আনাদোলু’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন- বাড়ির গেটে রোজা খাদ্যসামগ্রীর নিশ্চয়তা আবশ্যক
প্রতিবেদনে উল্লেখ্য, “জাতিসংঘ মহাসচিব আসন্ন রমজান মাস উপলক্ষে বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুসলমানদের জন্য তার উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন শুরু করতে চলেছেন এবং এ উপলক্ষ্যে আমি তাদের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা পাঠাচ্ছি”।
সহমর্মিতা, সহানুভুতি এবং উদারতার মূল্যবোধকে রমজান বাস্তব রূপ দান করে উল্লেখ করে জাতিসংঘের মহাসচিব বলেছেন, “রমজান হলো পরিবার ও সম্প্রদায়ের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ এবং কম ভাগ্যবানদের স্মরণ করারও একটি সুযোগ”।
আরও পড়ুুন- সয়াবিন তেলে অবৈধ কারখানায় অভিযান ও গ্রেফতার
শুক্রবার ২৮ ফেব্রুয়ারি জানা যাবে সৌদি আরবে পবিত্র রমজান মাস কবে শুরু হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈঠক করবে এবং চাঁদ দেখা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার চাঁদ দেখা গেলে ১ মার্চ (শনিবার) থেকে রোজা শুরু হবে। তবে এদিন চাঁদ দেখা না গেলে, ২ মার্চ (রোববার) থেকে রোজা শুরু হবে।
পবিত্র রমজান মাস হচ্ছে হিজরি বর্ষপঞ্জির নবম মাস। হিজরি মাস গণনা করা হয় চাঁদের উপর নির্ভর করে। সাধারণত, এশিয়ার বেশিরভাগ দেশে রমজান শুরু হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর।
আরও পড়ুন- ধনীদের হাতে প্রায় ৬০ শতাংশ সম্পদ
