Mon. Sep 1st, 2025
আওয়ামীলীগ সব ধ্বংস করেছে- মির্জা ফখরুলআওয়ামীলীগ সব ধ্বংস করেছে- মির্জা ফখরুল

গণপ্রহরী ডেস্ক: গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্রিড়াজগত তার বড় উদাহরণ। তারা এই অঙ্গনেও দলীয়করণ করেছে। আওয়ামী লীগ ভালো ও মেধাবী খেলোয়াড়দের সুযোগ দেয়নি।

এরা সব ধ্বংস করেছে। দেশের সব প্রতিষ্ঠান নিজের দলের নামে করেছে। দলীয়করণ করেছে। ফলে সাধারণ মেধাবীরা তাতে সুযোগ পাননি। দলের অন্তর্ভুক্ত করণ করার কারণে এমন হয়েছে।

শুক্রবার রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। খেলাধুলা এর একটি বড় উদাহরণ। তারাও এই আঙিনাকে দলীয়করণ করেছে।

আওয়ামী লীগ আমলে ভালো ও মেধাবী খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়নি অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এখন মেধার চর্চা হবে। সবার সুযোগ পাওয়া উচিত। ভালো খেলোয়াড়দের বের করে আনতে হবে। ক্রিকেট এখন নিজের জন্য একটি নাম তৈরি করছে, কিন্তু এক সময় ফুটবল ছিল খুবই জনপ্রিয় খেলা।’

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ক্রীড়াবিদদের মন উদার, মাদক নির্মূলসহ সামাজিক কাজে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যুব সমাজ খেলাধুলার মাধ্যমে মাদক পরিহার করে খেলাধুলার প্রতি মনোযোগী হবে।

ক্রীড়া ক্ষেত্রে জিয়া পরিবারের অবদান তুলে ধরে তিনি বলেন, ‘ক্রিকেটে আরাফাত রহমান কোকোর বড় ভূমিকা ছিল। কোকোর হাত ধরেই দেশের ক্রিকেটে যে উৎকর্ষ সাধিত হয়েছে তা তার ভিত্তিতেই। অর্থাৎ ক্রিকেটে উৎকর্ষ, তার ভিত্তি কোকোর হাত ধরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *