Mon. Sep 1st, 2025
আজিজ উলফাত- এর বক্তব্যের প্রতিবাদ মুক্তিযোদ্ধা সংসদেরমুক্তিযোদ্ধা সংসদের প্রেস বিজ্ঞপ্তি

গণপ্রহরী ডেস্ক : আজিজ উলফাত – এর বক্তব্যের প্রতিবাদ মুক্তিযোদ্ধা সংসদের। দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচীব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি জনাব ইশতিয়াক আজিজ উলফাত-এর বানোয়াট, মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। সকলের সদয় অবগতি ও সতর্ক থাকার জন্য প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তি হুবহু নিম্নে প্রদত্ত হলো-

“আমরা অত্যন্ত বিষ্ময়ের সাথে দেখতে পেলাম গত ২ জুলাই এবং ১৪ আগস্ট দেশের বিভিন্ন মিডিয়াতে সংবাদ সম্মেলনের নামে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতির নাম নিয়ে জনাব ইশতিয়াক আজিজ উলফাত, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ (বামুস) এর নামে মিথ্যাচার, বানোয়াট, বিভ্রান্তিকর অপপ্রচার ও মনগড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন। পদলোভী, অর্থ লিপ্সু, মুক্তিযোদ্ধাদের সাথে দুর্ব্যবহারকারি জনাব ইশতিয়াক আজিজ উলফাত একের পর এক মিথ্যাচার, তথ্য গোপন করাসহ উদ্দেশ্য প্রণোদিতভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন। তার কয়েকটি উদাহরণ আমরা এখানে তুলে ধরতে চাই। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-এর ৩ জুন ২০২৫ তারিখের গেজেট অনুসরণ করে। বিগত ২৪ জুন ২০২৫ জামুকার ৯৮তম সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জামুকার একজন সদস্য হিসেবে জনাব ইশতিয়াক আজিজ উলফাত উক্ত সভায় উপস্থিত থেকে এই কমিটি অনুমোদন করেন। গেজেটের যে ধারা বলে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন করা হয় তা হলো “জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২ (সংশোধিত অধ্যাদেশ ২০২৫) এর ধারা ৬ এর দফা (ণ) এবং ধারা ১৪-এর উপধারা (৪) ও (৫)-এর বিধান অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৯৮তম সভার অনুমোদনক্রমে জামুকা হতে নিবন্ধিত সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি গঠন করা হলো।” মুক্তিযোদ্ধা সংসদের পদ লাভের আশায় ব্যর্থ হয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে বিভক্তি সৃষ্টি করে মূলত: সাবেক ফ্যাসিবাদী সরকারের নীল নকশা বাস্তবায়নে তিনি লিপ্ত হয়েছে বলে আমাদের ধারণা।

আরও পড়ুন – শহীদি আত্মাদের যেন ভাবতেও কষ্ট হচ্ছে (!)

সংবাদ সম্মেলনে তিনি দাবী করেছেন যে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-এর আহবায়ক কমিটির  অধিকাংশ সদস্য আওয়ামী ফ্যাসিস্ট সদস্য ও ভুয়া মুক্তিযোদ্ধা। অথচ আমরা জানি বিগত সরকারের আইনমন্ত্রীর আত্মীয় হিসেবে তার ছত্রছায়ায় জনাব ইশতিয়াক আজিজ উলফাত নানা ধরনের অনৈতিক সুযোগ সুবিধা নিয়েছেন। তিনি যে জেলাগুলির কথা উল্লেখ করেছেন সেখানকার মুক্তিযোদ্ধারা খুব ভালো করেই জানেন যে, ঘোষিত জেলা কমিটিগুলোর সদস্যরা আওয়ামী লীগের সদস্য এবং ভুয়া মুক্তিযোদ্ধা কি-না। বরং কিছুদিন আগে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের খুলনা মহানগর কমিটি সভাপতি হিসেবে যাকে মনোনীত করা হয়েছে, সে বিগত ১৫/১৬ বছর আওয়ামী লীগ সরকারের গঠিত মুক্তিযোদ্ধা সংসদের নেতা ছিল এবং জেলাতে সরকারের বিভিন্ন সভায় প্রতিনিধিত্বও করেছে।

আরও পড়ুন – মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রিয় আহ্বায়ক কমিটি চ্যালেঞ্জের মুখে, যদিও-

জনাব ইশতিয়াক আজিজ উলফাত আরও অভিযোগ করেছে যে, বর্তমান মুক্তিযোদ্ধা সংসদ অর্থের বিনিময়ে জেলা কমিটি অনুমোদন দিয়েছে। এব্যাপারে সঠিক তথ্য প্রমাণ দেওয়ার জন্য আমরা তার প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছি। বরং বহু আগে থেকে জনাব ইশতিয়াক আজিজ উলফাত একজন অর্থ লোভী, চাঁদাবাজ হিসেবে পরিচিত। তারই সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলে তার বিরোধীরা গত ১৫/০৮/২০২৫ তারিখে জাতীয় প্রেস ক্লাবের এক সভায় তথ্য দিয়েছে যে, জনাব ইশতিয়াক আজিজ উলফাত চট্টগ্রামের একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে ৬০ লক্ষ টাকা নিয়েছেন এবং অন্য একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে  ২ লক্ষ টাকা নিয়ে পরিশোধ করছেন না। তার বিরুদ্ধে এরকম চাঁদাবাজি করার আরো অভিযোগ রয়েছে।  

আমরা মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী, অর্থ লিপ্সু, চাঁদাবাজ, দুর্ব্যবহারকারি, তথ্য গোপনকারী, ষড়যন্ত্রকারী জনাব ইশতিয়াক আজিজ উলফাতের এহেন বক্তব্য প্রত্যাখান করছি। তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সাথে মুক্তিযু্দ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে দাবী করছি যে, অবিলম্বে জনাব ইশতিয়াক আজিজ উলফাতকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে অব্যহতি দিয়ে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের গৌরবোজ্জ্বল ভূমিকা প্রতিষ্ঠা করা হোক।”

আরও পড়ুন – অসুস্থ্য মুক্তিযোদ্ধা সাংবাদিকের পাশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *