গণপ্রহরী ডেস্ক : জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের কল্যাণে এক কোটি টাকা দিচ্ছেন এবিসিসিআই।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এবিসিসিআই) কর্মকর্তারা গৃহীত সিদ্ধান্ত মোতাবেক স্বউদ্যোগে শহীদদের কল্যাণে ১ কোটি টাকার চেক প্রদান করবেন। আনুষ্ঠানিকভাবে এই চেক প্রদান করতে কর্মকর্তারা ঢাকায় আসবেন।
এবিসিসিআই চেয়ারম্যান গিয়াস উদ্দিন ১৬ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী ২৩ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে ‘বিজনেস’ নেটওয়াকিং ডিনারে এই চেকটি প্রদান করা হবে।

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পুরুষ্কার প্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের হাতে শহীদদের কল্যাণে ১ কোটি টাকার চেকটি প্রদান করবেন।
এ সময় এবিসিসিআইর নবগঠিত চেয়ারম্যান গিয়াস আহমেদ আরও জানান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যিক সম্পর্ক জোরদার কল্পে এ সংগঠন সরব থাকবে।
