Sun. Jul 13th, 2025
ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা বাংলাদেশে লাখে ৫৩ জনক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা বাংলাদেশে লাখে ৫৩ জন

ডেস্ক নিউজ: ক্যানসারে অক্রান্ত রোগীর সংখ্যা বাংলাদেশে লাখে ৫৩ জন। বাংলাদেশে বছরে নতুন করে ক্যানসারে আক্রান্ত হওয়া প্রতি লাখে ৫৩ জন রোগীর মধ্যে মৃত রোগীদের ক্ষেত্রে শীর্ষে রয়েছে শ্বাসনালী, ফুসফুস ও পাকস্থলীর ক্যানসার। দেশে মৃত্যুর হিসাব পর্যালোচনায় মোট মৃত্যুর ১২ শতাংশ হচ্ছে ক্যানসারে আক্রান্ত রোগী। 

১ ফেব্রয়ারি শানিবার বিএসএমএমইউ (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের) সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ‘বাংলাদেশে ক্যানসারের বোঝা : জনসংখ্যাভিত্তিক ক্যানসার রেজিষ্ট্রি’ শীর্ষক এক গবেষণার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয়। গবেষণায়  উঠে এসেছে  বাংলাদেশে লাখে ৫৩ জন ক্যানসারে আক্রন্ত হয় প্রতি বছর।

ক্যানসার প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সহায়ক ক্যানসার বিষয়ক গবেষণার ফলাফল প্রকাশার্থে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এবং বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. সৈয়দ জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আতিকুল হক।

ক্যানসারে অক্রান্ত রোগীর সংখ্যা বাংলাদেশে লাখে ৫৩ জন। এ পরিস্থিতি থেকে রক্ষাকল্পে পরিচালিত ‘বাংলাদেশে ক্যানসারের বোঝা: জনসংখ্যাভিত্তিক ক্যানসার রেজিষ্ট্রি’ শীষক গবেষনার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে করনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অথিথি বৃন্ধ। তাদের বক্তভ্যের মূল বিষয়গুলো তুলে ধরা হলো।

প্রধান অতিতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, “নিত্য নতুন জ্ঞান তৈরিতে গবেষণার বিকল্প নাই। বিএসএমএমইউ থেকে সেই গবেষণাই পরিচালনা করা উচিত, যা রোগীদের কল্যাণে কাজে আসে, যেসব গবেষণা দেশের মানুষের, রোগীদের উপকার হবে। সেক্ষেত্রে সরকারের সহায়তা অব্যাহত থাকবে”।

অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, “গণ-আকাঙ্ক্ষা পূরণ করে এমন গবেষণার জন্য ফান্ডের কোনও সমস্যা হবে না। বিএসএমএমইউর উদ্যোগে পরিচালিত বাংলাদেশে জনসংখ্যাভিত্তিক ক্যানসার রেজিস্ট্রি থেকে যে পরিসংখ্যান পাওয়া গেছে তা দেশের মানুষের ক্যানসার প্রতিরোধ, প্রতিকার ও ক্যানসার রোগীদের চিকিৎসায় ভূমিকা রাখবে। এসঙ্গে এই পরিসংখ্যান বাংলাদেশে ক্যানসার নিয়ে গবেষণার বহুমুখী দ্বার উন্মোচন করেছে”।

প্রধান গবেষক পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান জানান, “ক্যানসার বিশ্বে মৃত্যুর প্রধান কারণগুলোর একটি। বাংলাদেশে জনসংখ্যাভিত্তিক ক্যানসার রেজিস্ট্রি বা নিবন্ধন (পিবিসিআর) না থাকায় প্রতিবেশী দেশগুলোর তথ্য ব্যবহার করে ক্যানসারের পরিস্থিতি অনুমান করতে হয়। এর ফলে বাংলাদেশে ক্যানসারের সঠিক পরিস্থিতি জানার ব্যাপারে সীমাবদ্ধতা আছে। তাই জনসংখ্যাভিত্তিক ক্যানসার রেজিস্ট্রি প্রতিষ্ঠার মাধ্যমে বা বাংলাদেশী জনগোষ্ঠীর মধ্যে একটি জনসংখ্যাভিত্তিক ক্যানসার নিবন্ধন প্রতিষ্ঠার মাধ্যমে ক্যানসারের পরিস্থিতি নির্ণয় করা জরুরি হয়ে পড়েছিল, এজন্যই এ গবেষণা পরিচালনা করা হয়”।

তিনি আরও জানান, “কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২০২৩ সালের জুলাই মাস থেকে এ গবেষণা শুরু হয়। এই গবেষণায় প্রতিটি বাড়িতে বিশেষভাবে তৈরি করা ইন্টারনেট ভিত্তিক ক্যানসার নিবন্ধন সফটওয়্যার করে সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে। এক বছর পূর্তিতে একই পরিবারের ফলোআপ পরিদর্শন ২০২৪ সালের জুলাই মাসে শুরু হয়েছে”। 

ড. মো. খালেকুজ্জামান বলেন, “২ লাখ মানুষের ওপর এই গবেষণা চালানো হয়। বাংলাদেশে ৩৮ ধরণের ক্যানসারের রোগী পাওয়া গেছে। প্রতি লাখে ১০৬ জন ক্যানসারে আক্রান্ত রোগী পাওয়া গেছে। ৯৩ শতাংশ রোগীর বয়স ১৮ থেকে ৭৫ বছর। ক্যানসার রোগীদের মধ্যে ২ দশমিক ৪ শতাংশ শিশুরা রয়েছে। ৫ দশমিক ১ শতাংশ রোগীর বয়স ৭৫ বছরের বেশি। বাংলাদেশে ৫টি প্রধান ক্যানসার হলো-স্তন, মুখ, পাকস্থলী, শ্বাসনালী এবং জরায়ু মুখের ক্যানসার। পুরুষদের ৫টি প্রধান ক্যানসার হলো-শ্বাসনালী, পাকস্থলী, ফুসফুস, মুখ ও খাদ্যনালী। নারীদের ৫টি প্রধান ক্যানসার হলো-স্তন, জরায়ুমুখ, মুখ, থাইরয়েড এবং ওভারি। ৪৬ শতাংশ রোগীর ক্যানসারের সঙ্গে তামাক সেবনের সম্পর্ক রয়েছে। ক্যানসার আক্রান্ত রোগীদের মধ্যে ৬০ শতাংশ কমবাইন্ড চিকিৎসা নিয়েছে এবং ৭ দশমিক ৪ শতাংশ রোগী কোনও চিকিৎসাই নেয়নি”।

আরও পড়ুন- চিকিৎসার নিরাপত্তা নেই সাধারন মানুষের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *