Thu. Jul 10th, 2025
ক্যা বাহে ব্যাজার হলেন?ক্যা বাহে ব্যাজার হলেন

হজ্জুত আলী : ক্যা বাহে ব্যাজার হলেন। বাহে মরামাটি দিবার যায়া, জানাযাত খাড়া হয়া দ্যাখোম মানষের অন্তনাই। শতাবতি মানুষ খালি আসে আর আসে। খইমুদ্দি মোক কয় বাহে হুজ্জত চা, এই মানুষটা কি কাম করচিল বাহে? তার জানাযাত মানষের ঢল নামচে। হাপেজ কানা কয়, হুজ্জত চা, এ বছরকার বড় জানাযা। মুই কনু হ বাহে, সেদানতো মনে হয়। হাইস্কুলের মাঠের পচ্ছিম দিক হাতে মেলা মানুষ খাটলি ঘারোত করি লাশ নিয়া আসপা নাগছে। কুড়ানু কয় বাহে ও যে, নেফাক হাজীর লাশ নিয়া আলো।

মাঠের বেবাক মানুষগুলা গমগম করি উঠে, একনজর দেকার জন্য সগলে লাশের দিকে হাটা দেয়। মুই কুড়ানুক কনু, ক্যারে হাজি সাহেবের লাশ দেকবুনা? কুড়ানু কয় বাহে মুই ওগলা সবার পামনা। লাশের কাছে গেলে, মনে হয় মানুষটার আযাব শুরু হবে। দাফনের পর সওয়াল জওয়াব শুরু হবে। বু‘কখান কাপি ওঠে বাহে। মনটা ভয়ে চরাৎ করি উঠে।

কানা হাপেজ কয়, সেইবুলি মানুষটাক শেষ একনজর দেকপুনা? দেকোম বাহে দেকোম, তোমরা সগলে দেকচেন, মুইয়ো এনা দেকি অসোম, এই কতা কয়া কুড়ানু ভীর ঠেলিয়া আগাতে থাকে। কুড়ানুর পাছে খৈমুদ্দি, তার পাছে নবেজ কানা, তারও পাছে আযান আলি, তারে পাছে মুই। বানের পানির সাতে যেমন পানা ভাসি যায়, হামরাও মানষের সোতের মদ্দে ভাসতে ভাসতে নেফাক হাজির লাশের কাছে পৌছি। হাজীর ভাস্তি জামাই কাফনের মুখ খুলিয়া লাশ দেকায়, সগলে দ্যাকে।

নবেজ কানা হাজির লাশ দেকিয়া চোক বড় বড় করি কয়, সুফি মানুষটার মুকখ্যান ক্যামা ঝাঁই আংগারী হচে বাহে? আযান আলি কয়, আরে বাহে হজ করি আসি মিয়ার ব্যাটা রাতদিন মসজিদের ঘর থাকি বাড়ায় নাই। মানসের সাথে মেলা মেশা বন্ধ করি দিচিলো। নবেজ কয়, সেটাতো ঠিকে। কিন্তু জমিজমা নিয়া যতো মামলা করচিল হাজী সাহেব, একটা মামলাও তোলে নাই, ঐ মসজিদ থাকি মামলার দিন আদালতে যায়া হাজিরা দিয়া বাড়ীত আচ্চে। খাওয়া দাওয়া করি ফির মসজিতোত যায়া বিছনা ফেলাচে।

নবেজ কয় আচ্চা একন মামলাগুলার কি হবে? কুড়ানু কয়, কি আর হবে, ওমার বেটায় চলাবে। উকিলে বলে কচে বেটা সামিল হলে বাদী হবার পাবে। নবেজ কয় হয় নাকি? ইমামের একামত শুনি সগলে জানাযায় খাড়া হই, নামাজের পরে দাফন শ্যাষে , হাজীর বড় বেটা মাইকে কয় শুকুর বারে কলমা হবে, সগলেরে দাওয়াত।সগলে বাড়ী বাড়ী রওনা দেই। ক্যা বাহে ব্যাজার হলেন। হাতিয়ার পাতারোত আসিয়া খইমুদ্দি কয়, ক্যা বাহে, জানাযা পড়ার আগে হাজীর বড় বেটা যে কলো যদি কারো দেনা পাওনা থাকে

ওমরা শোদ করি দিবে? মুই যে হাজির কাছে টেকা পাচিনু সেগলা একন কার কাচে চাম? কুড়ানু কয়, ক্যাহে বেচড়ী, যখন ঐ কতা কচিল তুই কবার পালুনা? খইমুদ্দি কয়, এলা একপালা মানষের মদ্দে, লাশের উপুর খাড়া হয়া টেকা চাম কেমন করি বাহে?কুড়ানু কয়, আরে পাবু? হাজির বড় বেটা তোর দাতোত ঘষি দিবে, চায়া দেকিস একবার। নবেজ কানা কয়, ক্যা বাহে তুই কি টেকা নিয়া দলিল করি দিচুলু? খৈমুদ্দি কয়, বাহে হজ থাকি আসিয়া বাকী টেকা দিয়া দলিল করি নিবে বলিয়া হাজি হজোত গেছিল, ঘুরি আসি আর দলিল করে নাই, কিন্তু মোর জমির দখল নিয়া মারি খায়। আবাদ সুবাদ করে।

খইমুদ্দির এই কতা শুনিয়া পাচ থাকি বাদশা কয়, বাহে তুই এবার জমিত যায়া হাল দিবু। দেখি কি করে হাজির বড় বেটা, হামরা সাক্ষি দেমো। হাটতে হাটতে সগলে হাতিয়ার পাতার পার হই, তখন কালি সন্ধা নামবার নাগচে। পাতারখান পার হয়া হাজির বাড়ীর বগলোত যায়া সগলে কান খাড়া করি দাড়েয়া দেখম বাড়ীর খুলিত মেলা মানুষ পালা হয়া আছে।

খৈমুদ্দি কয়, ওযে, তোমাক কচুনু না হুজ্জতচা? দেকো মাটি দেওয়ার সাথে সাথে হাজির বাড়ীত ভেজাল শুরু হচে বুজি? সগলে হাজির খুলিত যায়া খাড়া হই। হাজির বড় বেটা কুদ্দুচ মোক দেকিয়া কয়, বাহে হুজ্জত চা?এমরা মোর বাপটাক ভাল থাকপার দিবা নয়। কয়, দেকো হাজি মরার সাতে ছোট মাও বড়মাও সগলে হাজির। এলায় সউগ কিছু ভাগভুক্তা করি চায়, দেকো ছমছেল মেম্বরোক ডাকি আনচে। ছমচেল মেম্বর কয়, বাহে হাজির তিন বউ, তিনজনের তিন গোন্ডা ছলপল। মানুষটা বাচি থাকতে এক বউনিয়া সংসার করি আচ্চে।

নবেজ কানা কয়, আর বউগুলা? মেম্বর কয় সগলোকে আলদা আলদা বাড়ী করি দিচে। একন সগলে আচ্চে খাট পালং আলমারী ঢেকসো বাকসের ভাগাভাগি করবে, কেউ ঢেকসো চায় কেউ বাকসো চায়। মেম্বর কয়, বাহে ফকির খিলানের দিন পার হোক বসিয়া ফয়সালা করমো, মানেনা কেউ। হাজির বড় বেটা কুদ্দুচোক কেউ বিশ্বাস পায়না। সগলে কয়, হাজী হজ করবার যায়া ঘুরি আসি খেজুর, জমজমের পানি সগলোকে দিচে, কিন্তু সোনাবানা যেগলা আনচিল সউগ কুদ্দুচের মাওক দিচে। একন সেগলা বাটোয়ারা করা নাগবে।

বড়বেটা কুদ্দুছ কয়, বাহে ছোট মায়ের বেটারা গল (গোয়াল) থাকি আট দশটা গরু ছাগল নিয়া গেছে। হামরা জানাযা পড়ানোত থাকতে এগলা করচে। কুদ্দুচ কয় মুই থানাত যাতিচোম, মেম্বর চা। এই কতা কয়া কুদ্দুচ সাইকেল নিয়া ভনভন করি চলি যায়্। হাজির বাড়ীর মদ্দে ওংড়া মেংড়া কান্দনের শোর গোল শুরু হয়। শুনিয়া নবেজ কানা খৈমুদ্দিক কয় ক্যারে তোর দেনা পাওনার কতা কাক কবুহে? বাহে হুজ্জত চা, হাতিয়ার পাতারের ওপাকে থাকায় ভাল আচিল বাহে, এগলা কাউয়া কেত্তন শোনা নাগিলনা হয়। মেম্বর কয়, শালারা মোর কতাও শোনেনা। খৈমুদ্দি কয়, শালা মরিও গেলু হামাক মারিও গেলু।কানা হাপেজ কয়, বাহে হাজির গোর আজাব কি মাপহবে বাহে? খৈমুদ্দি কয় এগলা হাজীর গোর আজাব হওয়াই ভাল। ক্যা বাহে ব্যাজার হলেন? ক্যা বাহে ব্যাজার হলেন? ব্যাজার হন না বাহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *