Thu. Jul 10th, 2025
ক্রিকেট অঙ্গণে হাথুরুসিংহের স্থলে সিমন্সহাথুরুসিংহের বিদায়

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট অঙ্গণে হাথুরুসিংহের স্থলে সিমন্স । বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটবোদ্ধা মানুষের মনের চাওয়াকে বাস্তবরূপ দিতেই কোচ হাথরুসিংহের স্থলে সিমন্সকে নিয়োগ দিয়েছেন।

আমরা যদি বিশে^র দিকে তাকাই তাহলে কি দেখি ও জানতে পারি। বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ‘দল’ ভাল করার বদলে অগ্রহনযোগ্য খারাপ করলে প্রধান কোচকে বরখাস্ত করে আসছেন। আমাদের দেশও এমনটা করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশÑভারতে মধ্যকার টেষ্ট সিরিজ ও টি টুয়েন্টি সিরিজের খেলা সামনে আসে। ভারতে অনুষ্ঠিত বাংলাদেশÑক্রিকেটের ফলাফল শুধু বেদনাদায়ক নয়, লজ্জাজনকও। খেলায় প্রতিদ্বন্দ্বিতাও হয়নি। তাই ক্রিকেট প্রেমিদের যেন চাওয়াই ছিল প্রধান কোচকে বাতিল করা। বিসিবি ক্রিকেটবোদ্ধদের সেই চাওয়াকে পূরণ করতেই ১৫ অক্টোবর মঙ্গবার এক ঘোষনার মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চুক্তির মেয়াদ পূরণ হওয়ার আগেই জাতীয় দলের লংকান কোচ চন্ডিকা হাথরুসিংহকে  বরখাস্ত করে। এবং হাথরুসিংহের জায়াগায় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। ইতিমধ্যে প্রধান কোচ হিসেবে সিমন্স যোগ দিয়েছেন। বরখাস্তকৃত কোচ হাথরুসিংহ শোকজ নোটিশও  পেয়েছেন।

বাংলাদেশের ক্রিকেট অঙ্গণে হাথুরুসিংহের স্থলে সিমন্স
সিমন্স হাথুরুসিংহে

এ বিষয় আহুত ১৫ অক্টোবরের সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, বরখাস্ত করার আগে আমরা তাকে (হাথুরুসিংহে) নিয়ম মেনে শোকজ করেছি। ৪৮ ঘন্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে। এরপর আমরা বরখাস্ত করব। চ্যম্পিয়ন্স ট্রফি পর্যন্ত’। বিসিবি সভাপতি আরো বলেছেন, ‘দু-তিনটি ঘটনা ঘটেছে, যেগুলো আসলে সাবেক খেলোয়াড় হিসেবে আমামর জন্য খুব পীড়াদায়ক ছিল। পাশাপাশি এট দলের জন্যও খুব একটা ভালো উদাহরণ ছিল না। সেগুলো বিবেচনা করে আজ আমরা তাকে একটা কারণ দর্শাও নোটিস এবং দায়িত্ব থেকে অব্যাহতির চিঠি দিয়েছি’। এখানেই শেষ নয়। হাথুরুসিংহে ও বিসিবির সিদ্ধান্ত নিয়েও কথা নয়। দর্শক সাধারণেরও কথা আছে, ক্ষোভ থেকে। যদিও ক্রিকেটারদের প্রতি আস্থা আছে মেধা শ্রম ও আন্তরিকতা দিয়ে চেষ্টা অব্যাহত রাখার সাথে আত্মবিশ^াস ও ধৈর্য্য থাকলে বিজয় আসবেই।

 

এদিকে ক্ষণিকের মধ্যেই নানাভাবে হাথরুসিংহের বরখাস্তের খবর ছড়িয়ে পড়লে ক্রিকেট প্রেমিদের মন্তব্য করতে শোনা যায় কোচ হাথরুসিংহের আইনজীবির মাধ্যমে শোকজের জবাব দিয়েছেন। হ্যাঁ, তা তাকে দিতেও হবে। তবে পাকিস্তানের মাঠে বাংলাদেশÑপাকিস্তান টেস্ট সিরিজ জেতায় প্রধান কোচ হাথরুসিংহ এবং তার নেতৃতাধীন জাতীয় দল প্রশংসিত হয়েছেন এবং ক্রিকেট ইতিহাসে তা  স্থানও পাবে। তবে তাঁর আইনী প্রক্রিয়ার ফলাফল নিয়ে ক্রিকেট প্রেমিদের ভাবনা নেই। তাঁরা আছেন নতুন প্রধান কোচ ফিল সিমন্সের অতি অল্প সময়ের অনুশীলনের দিকে। এবং তাঁর দিক নির্দেশনায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ক্রিকেট খেলার ফল কি দাড়ায় সেজন্যই তাঁদের অপেক্ষা।

 

পরিশেষে, দর্শক জনতার মধ্যে রসিকজনদের মধ্যে কেউ কেউ বলছেন, বাংলাদেশ জেতেনি, জেতার আশাও ছাড়েনি। রসিকতা বলছে, আন্তরিকতা গাঢ় করতে উদারতা দেখিয়ে হেরেছে মাত্র। হারাতে পারেনি কেউ!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *