Sat. Jul 12th, 2025
গণমাধ্যম সংষ্কারের বড় অংশীজন জনসাধারণ : কামাল আহমেদগণমাধ্যম সংষ্কারের সবচেয়ে বড় অংশীজন জনসাধারণ কামাল আহমেদ

গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান সাংবাদিক কামাল আহমেদ বলেছেন, বর্তমান প্রেস কাউন্সিল তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। প্রতিষ্ঠানটি অকেজো হয়ে পড়েছে। এটা বাতিল করে নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। একই সঙ্গে মফস্বল থেকে রাজধানী ঢাকার সাংবাদিকদের জীবনমান উন্নয়ন ও পেশাগত স্থিতিশীলতার বিষয়টি বিবেচনায় নিয়ে বেতন কাঠামো ও অন্যান্য বিষয়ে সুপারিশ করব।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন পার্বত্য জেলার সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার বিষয়ে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় কমিশনের সদস্য বেগম কামরুন্নেসা হাসান, মোস্তফা সবুজ ও আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবানের সাংবাদিকরা তাদের বাস্তব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ইস্যু এবং পেশাগত উন্নয়নের বিষয়ে পরামর্শ ও সুপারিশ দেন।

এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, তরুণ কান্তি ভট্টাচার্য, আনোয়ার আল হক, সুশীল প্রসাদ চাকমাসহ ২৪ জন সাংবাদিক।

মতবিনিময় সভায় তিন পার্বত্য জেলার ৭৫ জন সাংবাদিক অংশ নেন।

সভায় গণমাধ্যমকর্মীরা বলেন, গণমাধ্যমকর্মীরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে কাজ করেন। কিন্তু সাংবাদিকদের সে অনুযায়ী বেতন দেওয়া হয় না। তাদের জীবিকা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট নীতিমালার।

এছাড়া বক্তারা কিছু শিক্ষাগত অর্জন সাপেক্ষে সাংবাদিক নিয়োগের দাবি জানান এবং যারা সাংবাদিকতা পেশায় আসতে চান তাদের জন্য প্রেস কাউন্সিল বা পিআইবি কোর্স শেষ করে সাংবাদিক হওয়ার জন্য কোর্স চালু করতে হবে। 

তারা আরও বলেন, খারাপ সাংবাদিকতা রোধ করতে হলে ভুয়া গণমাধ্যম বন্ধ করতে হবে এবং নতুন গণমাধ্যমের নিবন্ধন আরও যাচাই-বাছাই করতে হবে। সাংবাদিকরা কিছু মিডিয়া প্রতিনিধিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান যারা তাদের প্রতিনিধিদের বেতন না দিয়ে নিয়োগের জন্য অর্থ দাবি করে।

স্থানীয় সাংবাদিকদের পরামর্শ ও অভিজ্ঞতা শুনে গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা সারাদেশের গণমাধ্যমকর্মীদের মতামত, সুপারিশ ও অভিজ্ঞতা পাচ্ছি। একইসঙ্গে জনগণ কী ধরনের মিডিয়া দেখতে চায় সে বিষয়েও আমি একটি পাবলিক জরিপ চালাচ্ছি।

আমি সরকারের কাছে একটি সমন্বিত প্রস্তাব পেশ করব। আশা করি কিছু পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, মিডিয়া সংস্কারের সবচেয়ে বড় স্টেকহোল্ডার হচ্ছে জনগণ। তাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আজ গণজরিপ শেষ হবে। সাংবাদিকদের বেতন কাঠামো, আর্থিক নিরাপত্তা ও জীবনের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *