Sun. Jul 6th, 2025
জনগণের অধিকার ফিরিয়ে দেবে বিএনপি -আবদুস সালামজনগণের অধিকার ফিরিয়ে দেবে বিএনপি আবদুস সালাম

গণপ্রহরী ডেস্ক: জনগণের অধিকার ফিরিয়ে দেবে বিএনপি উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া মঞ্চের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে মানুষ গণতন্ত্রের স্বাদ পায়নি। দেশের মানুষ নির্যাতিত, নিপীড়ত ও নিগৃহীত ছিল। আওয়ামী দুঃশাসনের ভয়ে কেউ কথা বলতে পারেনি। আওয়ামী লীগ বাংলাদেশের সবকিছু ধ্বংস করেছে। তাই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।

শুক্রবার জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় মাসব্যাপী প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবার সবকিছু ধ্বংস করে দেবে। আর বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার ফিরিয়ে দেবে। আজ যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের ভাবতে হবে তারা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে চান কি না।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আজকে দেশের সংস্কারের কথা বলা হচ্ছে। আর আমরা বিএনপির পক্ষ থেকে ৩১ দফার মাধ্যমে দেশের সবকিছু সংস্কারের কথা অনেক আগেই বলেছি। আপনি দেশ সংস্কারের কথা বলছেন? বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশে জিয়াউর রহমান যে সংস্কার করেছেন তা আর কেউ করতে পারবে না।

তিনি বলেন, শেখ হাসিনা আজ চলে গেলেও আওয়ামী লীগের বন্ধুরা আছেন। তাই প্রতিটি এলাকায় আপনাকে সুসংগঠিত হতে হবে। বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের বলতে চাই, বিএনপি সব সময় আপনাদের পাশে আছে।

এ সময় জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাজী ইউসুফ, মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেনসহ মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *