Sun. Jul 6th, 2025
জাতীয় স্মৃতিসৌধে এবি পার্টির নতুন কমিটির শ্রদ্ধাঞ্জলিজাতীয় স্মৃতিসৌধে এবি পার্টির নতুন কমিটির শ্রদ্ধাঞ্জলি

নিউজ ডেস্ক: জাতীয় স্মৃতিসৌধে এবি পার্টির নতুন কমিটির শ্রদ্ধাঞ্জলি। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নবনির্বাচিত নেতারা জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) তারা শ্রদ্ধা নিবেদনের পর রায়ের বাজারে জুলাইয়ের অভ্যুত্থানে মৃত্যু বরণকারী বীর শহীদদের গণকবরে যান এবং সেখানে ফাতেহা পাঠ ও দোয়া করেন।

দলের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে নির্বাচিত জাতীয় নির্বাহী পরিষদের সদস্যরাসহ নেতাকর্মীরা মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ ও ২৪ জুলাই গণবিপ্লবের প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর জন্য দলের নেতা-কর্মীদের শপথ করান।

উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে মঞ্জু বলেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গত ১১ জানুয়ারি কাউন্সিলের মাধ্যমে জাতীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও সদস্য নির্বাচিত করে। আমরা সেই নির্বাচিত নেতা-কর্মীসহ যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ও ২১ জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্খার আলোকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার শপথ নিয়েছি আজ। তিনি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নতুন কমিটির সাফল্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সেবা সমস্যা সমাধানের রাজনীতি নিয়ে আমরা দেশবাসীর কাছে যাচ্ছি। আমি আশা করি দেশের জনগণ প্রচলিত রাজনৈতিক ধারণার বাইরে গিয়ে রাষ্ট্র মেরামতের এই নতুন রাজনীতির পাশে দাঁড়াবেন। তিনি নির্বাচিত নেতৃবৃন্দসহ এবি পার্টির সকল নেতা-কর্মীদের জন্য দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

জাতীয় স্মৃতিসৌধ থেকে বের হওয়ার পর এবি পার্টির নেতারা রায়ের বাজারে জুলাই অভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত করতে যান। সেখানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা, দোয়া ও মোনাজাত করেন।

জাতীয় স্মৃতিসৌধে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *