Sun. Jul 6th, 2025
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে মান্নার প্রশ্নদেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে মান্নার প্রশ্ন

নিউজ ডেস্ক: দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে মান্নার প্রশ্ন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে প্রশ্ন করে বলেছেন, টিসিবির ট্রাকের পণ্য আপনি কোন যুক্তিতে বন্ধ করে দিয়েছেন? আপনি যদি ১ কোটি পরিবারকে কার্ড দিয়ে থাকেন, তাহলে কোন যুক্তিতে ৪৪ লাখ কার্ড বন্ধ করে দিয়েছেন? যেটা বন্ধ করেছেন, সেটা অবিলম্বে চালু করতে হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।। নতুন ভ্যাটের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বৈষম্যহীন দেশে পরিণত হওয়ার জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন? কোথায় কোথায় বৈষম্য দূর হয়েছে, সে রকম জায়গা কি আছে? আমরা রাজনৈতিক দল করি, অযথা উত্ত্যক্ত কিন্তু আপনাকে করি না । আমরা জানি, বাংলাদেশের মাটিতে ৫০ বছর ধরে যে বৈষম্য রয়েছে তা একদিনে দূর করা সম্ভব নয়।

মান্না বলেন, দ্রব্যমূল্য কমাতে এ সরকারের কোনো উদ্যোগ আমরা দেখিনি। এই সরকার পাঁচ মাসে কিছুই অর্জন করতে পারেনি। সরকারের কোনো সাফল্য নেই এই পাঁচ মাসে। যিনি অর্থনীতি নিয়ে কাজ করেন, তিনি কোনো অর্থনৈতিক গতি দিতে পারেননি। ড. ইউনূসকে আমি খুব শ্রদ্ধা করি। কিন্তু যা বাস্তব তা বলতেই হবে।

তিনি বলেন, আমরা দেশকে ভালোবাসি। সরকার কেন জিনিসের দাম কমাতে পারছে না, তা বলতে হবে। কেন আইনশৃঙ্খলা ঠিক করতে পারছেন না? আমরা জানতে চাই কেন পাঁচ মাসে কোনো গুণগত পরিবর্তন হয় নাই, জানাতে হবে।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় এই নাগরিক সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *