Thu. Jul 10th, 2025
পুলিশ বিভাগে হেলমেট বাহিনীর যুগ শেষ- ডিএমপি কমিশনারপুলিশ বিভাগে হেলমেট বাহিনীর যুগ শেষ- ডিএমপি কমিশনার

ডেস্ক নিউজ : পুলিশ বিভাগে হেলমেট বাহিনীর যুগ শেষ। এখন পুলিশ বাহিনী সত্যিকারার্থে সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ সেবাদানকারী প্রতিষ্ঠান। অন্যায়ভাবে হামলা-মামলা দেওয়া পুলিশের কাজ না। হেলমেট বাহিনীর দ্বারা অতিতের কয়েকটি আন্দোলন-সংগ্রামে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সমস্ত ঘটনায় বেশ কিছু মামলা হলেও তা এখনো নিষ্পত্তি হয়নি। দৃঢ়তার সাথে তিনি বলেন, পুলিশ বিভাগে হেলমেট বাহিনীর যুগ শেষ হয়েছে। সেই যুগ এবং হেলমেট বাহিনীর কর্মকাণ্ডের অবসান ঘটেছে।

সাংবাদিকদের উপর হামলার বিষয়ে কমিশনার বলেন, আমরা যা করতে চাই তা হলো সেবা। আমরা তো সেবা করতে চাই। কেন সাংবাদিকের উপর হামলা করব? সাংবাদিক শুধু নয়, পুলিশ কোনো মানুষকেই হামলা করতে পারে না বা নির্যাতন করতে পারে না। তিনি আরও বলেন, শৃঙ্খলা থাকতে হবে আমার পুলিশ সদস্যদের। কোনো খারাপ আচরণ বা অপেশাদার আচরণ করার কোনো সুযোগ নেই। এমন কোন ঘটনা যদি ঘটে, তাহলে তা নজরে আনুন। তদন্ত করে আমরা যথযাথ ব্যবস্থা নেব।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জুলাই-আগস্টের সময়ের ধ্বংসযজ্ঞ ও বিভিন্ন ক্ষতিকর কার্যাবলির জন্য ঢাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেন, আমরা ঢাকা মহানগর পুলিশের সদস্য হিসেব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ঢাকাবাসীকে নতুন করে সেবা দেওয়ার জন্য।

১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ইংরেজি নববর্ষ উদযাপন নিয়ে ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করণের প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, আনন্দঘন ও নিরাপদে এসব দিন উদযাপন হবে। নিরাপত্তা ঝুঁকি এখনো পর্যন্ত নেই।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ক্র্যাব পরিবারের ৬ সদস্যের সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া ক্র্যাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ৩২ জনকে পুরুষ্কৃত করা হয় ১০টি ইভেন্টের ভিত্তিতে।

ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম মানিক। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন এব ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্র্যাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক দীপন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নেহাল হাসনাইনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *