Thu. Jul 10th, 2025
বাংলাদেশ থেকেই আওয়াজ তুলতে হবেবাংলাদেশে থেকেই আওয়াজ তুলতে হবে

বাংলাদেশ থেকেই আওয়াজ তুলতে হবে- ‘সাম্রাজ্যবাদমুক্ত অখণ্ড স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করুন; মুসলিম-খ্রিস্টান-ইহুদিসহ সকল জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলুন’। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’- এর ডাকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দশ লক্ষাধিক মানুষের অংশগ্রহনে জনসমুদ্রের ন্যায় বিশ্বের সর্ববৃহৎ গণসমাবেশের উচ্চারিত স্লোগানের গর্জনে ইট-পাথরের ঢাকা কাঁপলেও, মানুষের রক্ত নেশায় উম্মাদ নরখাদক বর্বর ইসরাইলী হিংস্র হানাদার বাহিনীর অস্ত্রধারী সেনাদের হাত কাঁপেনি; তাই লেখার এ পর্যায়েও ফিলিস্তিনের গাজায় নরপিচাশরা গণহত্যা চালিয়ে যাচ্ছে। মুক্তিকামী ফিলিস্তিনীদের ইসরাইলিমুক্ত ফিলিস্তিনের আশা-আকাঙ্খার সাথে একাত্মতা প্রকাশ করে সম্ভাব্য ভূমিকা পালনকারী ‘গণপ্রহরী’ ১২ এপ্রিল সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত সফল সমাবেশ ও উত্থাপিত দাবির সাথে একাত্মতা প্রকাশ করছে।

একাত্মতা প্রকাশ করছে বিশ্বের দেশে দেশে প্রতিবাদকারীদের সাথে এবং বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে ঢাকার সমাবেশের উত্থাপিত দাবিসহ সচিত্র প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব বিবেকের জাগরনের মাত্রা বাড়িয়েছেন, তাদেরকেও আন্তরিক অভিনন্দন। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশসহ সমাবেশ সফল করতে অংশ গ্রহনকারী রাজনৈতিক-সামাজিক ও ইসলামী দলগুলোর প্রতিও অভিনন্দন জানিয়ে গণপ্রহরীর আহ্বান বিবেচনায় নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছে গণপ্রহরী।

বাংলাদশে থেকেই আওয়াজ তোলার প্রতি গুরুত্বারোপ করে, – ‘রাসুলে পাক হযরত মুহাম্মদ (সা.)-এর সকল ধর্ম-গোত্রের মানুষ একসাথে মিলে মিশে বাস করার’- শিক্ষাকে বাস্তবরূপ দিতে হবে উল্লেখ করেই গনপ্রহরী আহ্বানটি জানিয়েছে। গণপ্রহরীর আহ্বান- ‘সাম্রাজ্যবাদমুক্ত অখণ্ড স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করুন; মুসলিম-খ্রিষ্টান-ইহুদিসহ সকল জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলুন’। গণপ্রহরীর আহ্বানের প্রতি সাড়া দিয়ে এগিয়ে চলার পথে উত্থাপিত দাবির পাশাপাশি ইসরাইলী সাম্রাজ্যবাদের গুরু মার্কিন সাম্রাজ্যবাদ এবং সৈন্য ও অস্ত্র দিয়ে ইসরাইলী বাহিনীর শক্তি বৃদ্ধিকারী ভারতসহ গুরু সাম্রাজ্যবাদের জোটভুক্ত সকল সাম্রাজ্যবাদী দোসরদের প্রতিরোধে তাদেরকে বর্জনের কৌশল নিতে হবে। মনে রাখতে হবে- ‘গাছ কাটতে হলে গাছের গোড়া কাটতে হবে’। অন্যথায় ‘ডাল কাটলে আবার ডাল গজাবে’। এই হয়েছে ফিলিস্তিনীদের জীবনের বাস্তবতা। মূলত : ফিলিস্তিনিদের চাওয়া-পাওয়া হচ্ছে ইসরাইলমুক্ত গাজাসহ অখণ্ড ফিলিস্তন। – গণপ্রহরী

আরও পড়ুন- বিশ্ব সংবাদ একদু’ কলামে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *