Sun. Jul 6th, 2025
বাহারুল আলম হলেন নতুন আইজিপিবাহারুল আলম হলেন নতুন আইজিপি

ডেস্ক নিউজ : বাহারুল আলম হলেন নতুন আইজিপি। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেয়েছেন তিনি। ২০২০ সালে বাহারুল আলম পুলিশের চাকরি থেকে অবসর নিয়েছিলেন। বর্তমান আইজিপি মো. ময়নুল ইসলামের পদে নিয়োগ পান তিনি।

বাহারুল আলম এসবির (পুলিশের বিশেষ শাখা) প্রধান ছিলেন। গত ২০ নভেম্বর বুধবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে বাহারুল আলমকে নতুন আইজিপি করার কথা জানান।

উপদেষ্টা আসিফ মাহমুদ আরও জানান, আইজিপির (পুলিশের মহাপরিদর্শক) সঙ্গে ডিএমপি (ঢাকা মহানগর) কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে। উপদেষ্টা মাহমুদ বলেন, শেখ মো. সাজ্জাত আলী ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রনালয় থেকে আইজিপি ও ডিএমপি কমিশনার পদে নতুন নিয়োগ নিয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে।

আইজিপি (পুলিশ মহাপরিদর্শক) পদে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে- সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপ–পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বাহারুল আলমকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর সরিয়ে দেওয়া হয় পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের। বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাবন্দী অবস্থায় আছেন তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল-মামুন। চাকরি থেকে অবসর দেওয়া হয় অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেশির ভাগ কর্মকর্তাকে।

২০০৭-০৮ সালে এসবি প্রধানের দায়িত্বে ছিলেন বাহারুল আলম। দায়িত্ব পালন করেছেন পুলিশ সদর দপ্তরেও। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগে কর্মরত ছিলেন পুলিশ লিয়াজো অফিসার হিসেবে।

সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেন। সার্বিয়া, সিয়েরা লিওন, কসোভো ও ক্রোশিয়াতে এর আগে বাহারুল আলম দায়িত্ব পালন করেন। ২০২০ সালে দুই দফা পদোন্নতি বঞ্চিত এই কর্মকর্তা অবসরে যান।

অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডিএমপি কমিশনার পদে নিয়োগপ্রাপ্ত শেখ সাজ্জাত আলী। তিনি সর্বশেষ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তৎকালীন সরকার ২০১৬ সালে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেয়। গত ১৭ নভেম্বর সাজ্জাত আলীকে চাকরিতে পুনর্বহাল করে স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়- প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, ঢাকার মামলা নম্বর ৩৩/২০১৭-এর ০৩-০৯-২০২৪ দেওয়া রায় অনুযায়ী সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) শেখ মো. সাজ্জাত আলীকে ২০১৬ সালের ৩ নভেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হলো। তিনি আদালতের আদেশ অনুযায়ী সব প্রাপ্য বেতন-ভাতা ও অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *