Sat. Jul 12th, 2025
বিশ্ব সংবাদ একদু’ কলামেগাজার ধ্বংস্তুপ। ছবি : সংগৃহীত

ইসরাইলিরা দ্বিধাবিভক্ত যুদ্ধ বিরতি লঙ্ঘনে

বিশ্ব সংবাদ একদু’ কলামে। মার্কিনের মদদ পুষ্ট ইসরাইলি সরকার প্রধান নেতানিয়াহুর নৃশংস ইসরাইলি বাহিনী যুদ্ধ বিরতি লঙ্ঘণ করে ফিলিস্তিনের গাজায় আবারো হত্যাযজ্ঞ চালানো নিয়ে ইসরাইলি জনগণ দ্বিধাভিক্ত হয়ে পড়েছেন। শতকরা ৬৯ ভাগ ইসরাইলি যুদ্ধ বিরতি মেনে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে । আর মাত্র ২১ ভাগ ইসরাইলি যুদ্ধ বিরতির বিপক্ষে অর্থাৎ আগ্রাসনের পক্ষে। যে আগ্রাসন জাতিসংঘসহ বিশ্বব্যাপী নিন্দিত।

আরও পড়ুন- ভারতের অর্থনীতি ধ্বংসে আমেরিকার শুল্কারোপই যথেষ্ট

চ্যানেল-১২ এর চালানো এক জরিপ সূত্রে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরিপ তথ্য মতে গত ১৮ মার্চ হামাসের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করে অর্থাৎ যুদ্ধ বিরতি লঙ্ঘন করে পুনরায় ইসরাইলি হামলায় ৯শত জনের প্রাণহানি ঘটেছে এবং ২ হাজার জন আহত হয়েছেন। এদিকে জাতিসংঘ সূত্রে প্রকাশ তিন সপ্তাহের বেশি সময় ত্রাণ সহাযতা বন্ধ থাকায় হাজারো ফিলিস্তিনি ক্ষুধা ও অপুষ্টির শিকার হয়েছেন। এতে করে সৃষ্ট মানবিক সংকটের জন্য জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচি উদ্বেগ প্রকাশ করেছে।

বিশ্ব সংবাদ- মার্কিনের ইউএসআইডি বন্ধই হলো
মার্কিন ইউএসআইডি । ছবি : সংগৃহীত

মার্কিনের ইউএসআইডি বন্ধই হলো

মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা- ইউএসআইডি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বন্ধ ঘোষণা করেছে। ফলে মার্কিনের ইউএসআইডি বন্ধই হলো। বিষয়টি ২৮ মার্চ শুক্রবার মার্কিন কংগ্রেসকে জাননোও হয়েছে।

সিএনএন সূত্র দাবি করেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, পররাষ্ট্র দপ্তর ও ইউএসএআইডি কংগ্রেসকে তাদের পুনর্গঠনের অভিপ্রায় সম্পর্কে জানিয়েছে। আগামী ১ জুলাইয়ের মধ্যে ইউএসএআইডির কিছু পুনর্গঠন করা হবে।

আরও পড়ুন- বিশ্বের একক কর্তৃত্ব প্রতিষ্ঠায় ট্রাম্পের অভিযান

তিনি বলেন, দুর্ভাগ্যবশত, ইউএসএআইডি অনেক আগেই তার মূল লক্ষ্য থেকে সরে গেছে। জানুয়ারিতে ক্ষমতা গ্রহনের পর ট্রাম্প ৯০ দিনের জন্য ইউএসএআইডর সাহায্য বন্ধে নির্বাহী আদেশে সই করেন। এর পর ইউএসএআইডির বিভিন্ন কর্মসূচিতে নাটকীয় কাটছাঁট করা হয়। তবে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তার জন্য কিছু ছাড় দেওয়া হয়।

বিশ্ব সংবাদ- ভারতের পুলিশসহ ৬ নিহত কাশ্মীরে
কাশ্মীর। ছবি : সংগৃহীত

ভারতের পুলিশসহ ৬ নিহত কাশ্মীরে

ভারত নিয়ন্ত্রিত জুম্ম ও কাশ্মীরে ভারতের পুলিশসহ ৬ জন নিহত হয়েছেন। পুলিশ জঙ্গলের গহিনে প্রবেশ করে ভারী অস্ত্রধারীদের মুখোমুখি হলে শুরু হয় বন্দুকযুদ্ধ। পুলিশের কাছে তথ্য ছিল, কাথুয়ার জঙ্গলে তিন থেকে চার অস্ত্রধারী অবস্থান করছে। এর পরই শুরু হয় অভিযান। বন্দুকযুদ্ধে এক ডেপুটি পুলিশ সুপারসহ পাঁচ নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।    এনডিটিভি সূত্রে আরও প্রকাশ, সেনাবাহিনী, জাতীয় নিরাপত্তারক্ষী, সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ, স্পেশাল অপারশেন গ্রুপ এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী পাঁচ দিন ধরে এলাকটিতে তল্লাশি চালিয়ে আসছে। এক কর্মকর্তা বলেন, চার পুলিশ সদস্য নিহত ও আরও পাঁচজন আহত হন।

বিশ্ব সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *