Sun. Jul 13th, 2025
ভারতীয় ২৭ হাজার নাগরিক বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছেনভারতীয় ২৭ হাজার নাগরিক বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছেন

গণপ্রহরী ডেস্ক : ভারতীয় ২৭ হাজার নাগরিক বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছেন। ১৫০০০ ভারতীয় নাগরিক ইতিমধ্যে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছেন। অন্তত ২৭,০০০ ভারতীয় নাগরিক বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছেন, যাদের ভিসার মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। ১৫০০০ ভারতীয় নাগরিক ইতিমধ্যে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছেন। পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) ভিসা শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিআইপি সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে দেশে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি বিদেশি রয়েছে। ১৩ ডিসেম্বর পর্যন্ত, প্রায় ৪৫,০০০ ভারতীয় বাংলাদেশে বাস করছিলেন, যাদের মধ্যে অন্তত ৬০ শতাংশের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

এসবি ডাটাবেস অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বাংলাদেশে বসবাসকারী বিদেশিদের মধ্যে চীনা নাগরিকদের অবস্থান দ্বিতীয়।। বর্তমানে, বাংলাদেশে প্রায় ১০,০০০ চীনা নাগরিক বসবাস করছেন এবং তাদের ভিসার ৪০% মেয়াদ শেষ হয়ে গেছে।

ভারতীয় ও চীনা নাগরিক ছাড়াও, প্রায় ১,১৭০ দক্ষিণ কোরিয়ার, ১৮৭ জন শ্রীলঙ্কার, ২৩১ জন যুক্তরাজ্যের নাগরিক এবং ৯৭ জন কানাডিয়ান তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে বাংলাদেশে অবস্থান করছেন।

বিশেষ শাখার এক কর্মকর্তা জানান, দেশে প্রায় ১৩ হাজার মার্কিন নাগরিক বসবাস করছেন। তাদের মধ্যে অনেকেরই দ্বৈত নাগরিকত্ব থাকায় কার ভিসার মেয়াদ শেষ হয়েছে তা স্পষ্ট নয়।

তিনি বলেন, অন্যান্য বিদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাজ্য থেকে সাড়ে সাত হাজার, কানাডা থেকে সাড়ে চার হাজার, নেপাল থেকে সাড়ে তিন হাজার, রাশিয়া থেকে সাড়ে চার হাজার, জাপান থেকে সাড়ে চার হাজার, শ্রীলঙ্কা থেকে আড়াই হাজার, পাকিস্তান থেকে দুই হাজার, ইতালি থেকে দুই হাজার, জাপান থেকে এক হাজার ও এক হাজার নাগরিক রয়েছেন।

এছাড়া আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের ১৭ হাজার ৯২৮ জন নাগরিক রয়েছেন, যাদের অধিকাংশের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে।

তারা কঙ্গো, আইভরি কোস্ট, নাইজেরিয়া, মরক্কো, ঘানা, জাম্বিয়া, নাইজার, সুদান, মধ্য আফ্রিকা, তিউনিসিয়া, ইথিওপিয়া সহ অন্তত ১৫টি দেশের নাগরিক।

ডিআইপি ভিসা শাখার মতে, যেসব নাগরিকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের অবশ্যই দেশ ছাড়ার আগে জরিমানা সহ তাদের ভিসা নবায়ন করতে হবে।। আগে ভিসা জরিমানা ছিল প্রতিদিন ২০০ টাকা, প্রতি মাসে ১০ হাজার টাকা এবং তিন মাস অবস্থানের জন্য সর্বোচ্চ ৩০ হাজার টাকা।

ডিআইপির পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন শাখার তথ্য অনুযায়ী, ৫ ডিসেম্বর জরিমানার পরিমাণ সংশোধন করা হয়েছে। সংশোধিত নতুন নিয়ম অনুসারে, ভিসার মেয়াদ শেষ হওয়ার প্রথম ১৫ দিনের জন্য জরিমানা এখন প্রতিদিন ১,০০০ টাকা।। এরপর থেকে ৯০ দিন পর্যন্ত জরিমানা প্রতিদিন ২ হাজার টাকা।

তিন মাস ভিসার মেয়াদ শেষ হওয়ার পর কোনো জরিমানা সীমা থাকবে না। পরের দিনের জন্য জরিমানা ৩০০০টাকা।

ভিসার মেয়াদ শেষে এ ধরনের জরিমানা সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা সম্পর্কে ডিআইপি কর্মকর্তারা বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সাধারণত তিন মাস পর্যন্ত শিক্ষার্থীদের জরিমানা করা হয় না। তিন মাস পর জরিমানা দিতে হবে শিক্ষার্থীদের। দ্বৈত নাগরিকের ক্ষেত্রে শাস্তি অব্যাহতি দেওয়া হয়।

এসবি এবং ডিআইপি সূত্রে জানা গেছে, দুর্বল আইনি কাঠামো এবং বিদেশি নাগরিকদের সম্পর্কে তথ্যের অভাবের কারণে বেশিরভাগ সময় বিদেশী নাগরিকরা মেয়াদোত্তীর্ণ ভিসায় বসবাস করেন।। অনেক সময় অনেকে মাদক পাচার, প্রতারণা, জাল মুদ্রার ব্যবসা, অবৈধ ভিওআইপি ব্যবসা, স্বর্ণ চোরাচালান, অনলাইন ক্যাসিনো এমনকি মানব পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

জানতে চাইলে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এনামুল হক সাগর বলেন, কোনো বিদেশি নাগরিকের বাংলাদেশে অবৈধভাবে থাকার অধিকার নেই। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে দেশে অবস্থান করছে তাদের বিরুদ্ধে পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা নেবে।

এক্ষেত্রে সবাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *