Thu. Jul 10th, 2025
সেনাবাহিনীর বার্তা প্রশংসনীয় বটেকর্ণেল শফিকুল ইসলাম

গণপ্রহরী রিপোর্ট: সেনাবাহিনীর বার্তা প্রশংসনীয় বটে। রক্তার্জিত এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনী-‘বাংলাদেশ সেনাবাহিনী’। তবে জনগণকে বাদ দিয়ে যেহেতু একটি দেশ বা রাষ্ট্র অবাস্তব। সেহেতু জাতীয় যে কোনো দুর্যোগকালে সেনাবহিনী জাতিকে উদ্ধারে নিজেদেরকে নিয়োজিত করে থাকে। ফলে সেনাবাহিনীকে পাশেও পেয়ে থাকেনহেতু সেনাবাহিনীকে জাতির গর্ব বলা হয়। কিন্তু ক্ষমতালোভী ও সুবিধাভোগী কিছু উর্ধ্বতন কমাণ্ডিং অফিসারদের কারণে সেনাবাহিনী যেমন প্রশ্নবিদ্ধ হয় তেমনি বিলম্বে সিদ্ধান্তের জন্য বিতর্কিতও হয়ে থাকে। যেমন চব্বিশের রক্তার্জিত সফল গণঅভ্যূত্থানের আগ পর্যন্ত সময়ের ভূমিকাসহ অন্যান্য বাহিনী বা সংস্থায় ডেপুটিশনে (প্রেষণে) থাকা সেনা সদস্যদের গণবিরোধী কার্যক্রম। জাতি আশা করেছিল সেনা সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্র গণঅভ্যূত্থান সফল হওয়ার পরক্ষণেই, সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করা সদস্যদের চিহ্নিত করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গৃহিত হবে। অবশেষে, সেই কাঙ্খিত বার্তা দিয়েছে সেনাবাহিনী।

গত বৃহস্পতিবার ৩ জুলাই দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে অনুষ্ঠিত সেনা সদরের সংবাদ ব্রিফিং-এ প্রদত্ত বার্তা গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পরলে জনগণের মধ্যে প্রশংসনীয় হওয়া বার্তাটি আলোচনায় স্থান পায়। বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্ণেল স্টাফ কর্ণেল মো. শফিকুল ইসলাম সেনাবহিনীর প্রশংসনীয় বার্তাটি সেনা সদরের ব্রিফিংয়ে জানান। দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং বাংলাদেশ সেনাবহিনীর চলমান অভিযান সংশ্লিষ্ট ভূমিকা প্রসঙ্গে সম্যক ধারণা তুলে ধরতেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছিল বলে জনান। তিনি জানিয়েছেন গত দুই সপ্তাহে ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ বাউন্ড গোলাবারুদ উদ্ধারসগ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে। আগস্ট থেকে এ পর্যন্ত ২ লাখ ৮৬ হাজার ৮৫৪ গোলাবরুদসহ অবৈধ ৯২ হাজার ৬৯২ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও গ্রেফতার ২৩ জন। তিনি বিভিন্ন সংবাদমাধ্যমের বিচক্ষণ সংবাদকর্মীদের বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দেন। যে প্রশ্নগুলো জনগণের মধ্যে আলোচিত হচ্ছিল।

কর্ণেল শফিকুল ইসলাম বিগত সরকারের শাসনামলে গুমের ঘটনায় কোনো সেনা সদস্যের সংশ্লিষ্টতা তদন্তে প্রমাণ হলে সেনা সদর পক্ষে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেছেন, যে সব সেনাসদস্য প্রেষণে বা ডেপুটেশনের থাকেন তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে না। এ কথা উল্লেখ করে বলেছন, প্রেষণে থাকা কিছু সেনাসদস্যের বিরুদ্ধে গুমের অভিযোগ পাওয়ার পর সে সব তদন্তে সেনাবহিনী সব ধরণের সহযোগীতা করছে এবং ভবিষ্যতেও তা করবে। এমনকি ভুক্তভোগী কোনো পরিবার যদি সহযোগীতা চায়, তাদেরকেও সহযোগীতা করা হবে বলে জানান। একটি দৈনিক সূত্রের আলোচনায় বলা হয়েছে বিগত সরকারের সময়ের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে হেনস্তা করার উশৃঙ্খল জনতার সহিংসতা (মব ভায়োলেন্স) প্রাসংগিক সাংবাদিকের এমনি প্রশ্নাত্তরে কর্ণেল শফিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় জড়িত ৬ জনের একজন গ্রেফতার করে সেনাবাহিনী। আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে হস্তান্তর করা হয়। সেক্ষেত্রে আসামি জামিন প্রাপ্ত হলে সেনাবাহিনীর করণীয় থাকে না।

তিনি অপর এক প্রশ্নাত্তরে জানিয়েছেন, কুমিল্লার মুরাদনগরের সংঘটিত নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও পুলিশের সাথে সেনাবাহিনী কাজ করছে। সে ঘটনায় মূল আসামী ফজর আলীসহ ভিডিও ধারণকারী ৪ জনকে সেনাবাহিনী গ্রেফতার করেছে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের সুরক্ষাদানসহ সামাজিক মর্যাদা রক্ষায় সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করছে।

সেনাবাহিনীর বার্তা প্রশংসনীয় বটে শীর্ষক খবরে এ পর্যায়ে উল্লেখ্য, কর্ণেল শফিকুল ইসলাম ত্রয়োদশ সংসদ নির্বাচন বিষয়ক প্রশ্নাত্তরে ‘জাতীয় নির্বাচন’ রাষ্ট্রীয় বিষয়হেতু রাষ্ট্রীয় পর্যায়ে নীতি-নির্ধারকরা এ বিষয়ে সিদ্ধান্ত দিবেন উল্লেখ করে জানিয়েছেন, নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পেলেই অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সেনাবাহিনী সব ধরণের সহায়তা করবে।

গণমাধ্যম সূত্রে প্রকাশিত তথ্যভিত্তিতে ‘সেনাবহিনীর বার্তা প্রশংসনীয় বটে’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ্য যে, সেনা সদরের সামরিক অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলাসহ উর্ধ্বতন কর্মকর্তারা প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদরের মিলিটারি অপারেশানস ডাইরেক্টরেটের কর্ণেল স্টাফ কর্ণেল শাফিকুল ইসলাম পাহাড়ে সেনা অভিযানের সফলতা উল্লেখ করে বলেছেন, কেএনএফের ভয়ে বম ডপরিবারের যারা চলে গিয়েছেলন তারা ফিরে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে ১৩৮ জন তাদের পরিবারের বসতভিটায় ফিরে এসেছেন।

আরও পড়ুন-  খবরের পেছনে ছুটে চলা অবহেলিত প্রাণ   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *