Sat. Jul 12th, 2025
ভারতের অর্থনীতি ধ্বংসে আমেরিকার শুল্কারোপই যথেষ্টজাতীয় কংগ্রেস নেতা পি চিদাম্বরম। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অর্থনীতি ধ্বংসে আমেরিকার শুল্কারোপই যথেষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই নির্বাচনকালীন সময়ের তার বক্তব্য ও নির্বাচিত হওয়ার পরের ঘোষিত কর্মসূচি বিশ্বের বিবেকবানদেরই ভাবিয়ে তুলেছিল। মার্কিনী জনমনেও ছিল ও আছে নানা প্রশ্ন ও নানা মতামত। যার বা যে দেশের ও যে মহলের যে মতামতই থাক এবং বিশ্বে মার্কিনের প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা নিয়ে প্রস্তুতি যার যতই থাক; সবারই একটা ক্ষেত্রে প্রায় একমত ছিল ও এখনও আছে যে, ট্রাম্প চলবে ট্রাম্পের মতো করে এবং বিশ্বে তার একক কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই। সে লক্ষ্যেই প্রবাসীদের পর শুল্কারোপে মেতেছে মার্কিন প্রেসিডেন্ট। সেই মাতামাতির শিকার যদি হয় ভারত? তাহলে দিক-বেদিক না ভেবেই বলা যায়, এই লেখার শিরোনামটি যথার্থই হয়েছে।

 কেননা, বিশ্ববাসী আগেই জেনেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে সর্বজান্তা মনে করেন। তিনি নিজেকে সকল যুদ্ধবাজ জেনারেলদের চেয়েও দক্ষ মনে করেন। এমনকি মার্কিনী পণ্ডিতজনরাসহ অনেক পণ্ডিতজন ট্রাম্পের বক্তব্য ও গৃহীত পদক্ষেপ নিয়ে ভাবনার ক্ষেত্রে ‘কোন কুল কিনারা পাচ্ছেন না’ বলে আগেই মন্তব্য করেছেন। নিজেকে সর্ববিষয়ে দক্ষ ও বোদ্ধা ভেবেই দ্বিতীয়বার নির্বাচিত হয়েই বাণিজ্যযুদ্ধকে চাঙ্গা করেছেন। এ যুদ্ধের গতি হচ্ছে প্রয়োজনে বাণিজ্যযুদ্ধকে সব দেশেই ছাড়িয়ে দিবেন ও দিচ্ছেনও। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে প্রকাশিত-প্রচারিত তথ্যালোকে বিশিষ্টজনদের মতামত ভিত্তিতে ভারতে শুল্কারোপ নিয়ে ট্রাম্প যে কোনো মুহুর্তে সিদ্ধান্ত নিবেন। আর সেই শুল্কারোপের ক্ষেত্রে অন্যান্য দেশের মতো আমেরিকার শুধু গাড়ী আমদানির ওপর শুল্কারোপ করে; তাহলে ভারতের অর্থনীতি ধ্বংসে আমেরিকার শুল্কারোপই যথেষ্ট।

আরও পড়ুন- পবিত্র রমজান উপলক্ষে উষ্ণ শুভেচ্ছাবার্তা জাতিসংঘ মহাসচিবের

এদিকে ভারতের উগ্রহিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকেই ভারত যেমনি ‘অসাম্প্রদায়িক রাষ্ট্রের চরিত্র’ বইপুস্তক আর সংবিধানের মধ্যে আবদ্ধ রেখে হিন্দুত্ববাদের বিস্তার ঘটাতে মরিয়া হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে মুসলমানদের প্রকাশ্যে নামাজ আদায়ের ওপর আঘাত হানছে এবং মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাও করছে। মুসলিম বিদ্বেষী সাম্প্রদায়িক ভূমিকার প্রতি বিশ্বের নেতৃবৃন্দ কড়া নজর রাখছে। তবে সাম্প্রদায়িক সম্প্রীতির পরীক্ষিত বাংলাদেশের শান্তির ধর্মখ্যাত ইসলাম ধর্ম বিশ্বাসী মানুষ সম্প্রতির বন্ধনকে অটুট রেখে চলেছেন।

 যে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইতিমধ্যে চীন, কানাডা ও মেক্সিকোসহ ইউরোপের বিভিন্ন দেশের নাম উল্লেখের ক্ষেত্রে ভারতের উপরও শুল্কারোপের হুমকি দিয়েছেন।

ভারতের অর্থনীতি ধ্বংসে আমেরিকার শুল্কারোপই যথেষ্ট শীর্ষক এ পর্যায়ের আলোচনায় ভারতের সাবেক প্রভাবশালী মন্ত্রী, জাতীয় কংগ্রেস থেকে পার্লামেন্ট সদস্য ও দক্ষ রাজনীতিক পি চিদাম্বরমের এনডিটিভিকে দেয়া এক সাক্ষাতকার উদ্বৃত করে আমার দেশসহ বিভিন্ন দৈনিকে আন্তর্জাতিক ডেস্কের খবর থেকে জানা গেছ, তিনি তার যৌক্তিক আলোচনায় মন্তব্য করেছেন, আমেরিকা শুল্কারোপ করলে ভারতের অর্থনীতি ছয় মাসের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তিনি মন্তব্য করেছেন, অন্যান্য দেশের মতো গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করলে ভারতের সাতশ কোটি ডলারের বাণিজ্যের উপর আঘাত আসবে। এটা হলো একটি ক্ষেত্রের বিষয়।

আরও পড়ুন- বিশ্বের একক কর্তৃত্ব প্রতিষ্ঠায় ট্রাম্পের অভিযান

কংগ্রেস নেতা, ভারতের বিজিপি নেতৃত্বাধীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন সরকার অপ্রস্তুত কারণে আমেরিকা এক তরফা সিদ্ধান্ত নিচ্ছে উল্লেখ করে পার্লামেন্টে আলোচনার মাধ্যমে সকল দলমত সম্মিলিতভাবে দেশকে প্রাধান্য দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করার প্রতিও গুরুত্বারোপ করেছেন এই কংগ্রেস নেতা সাবেক মন্ত্রী পি চিদাম্বরম। তিনি মনে করেন, শুধু ভারতের নয়, ট্রাম্পের শুল্কারোপের পরিপ্রেক্ষিতে সবগেুলো দেশ একত্রেও কাজ করতে পারে। পত্রিকার খবরে সমালোচকদের কেউ কেউ মনে করেন উগ্র হিন্দুত্ববাদই ভারতের সংবিধানকে লঙ্ঘন করেছে। সেই উগ্রবাদীদের কাছে দেশ নয়, তাদের উগ্রহিন্দুত্ববাদী ধর্মীয় (সাম্প্রদায়িক) আগ্রাসনই প্রধান। দেশের স্বার্থ প্রাধান্য না দিলে আমেরিকার শুল্কারোপই ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দিবে। ভারতবাসীকে বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *