Sat. Jul 12th, 2025
দেশের জেলা প্রশাসনগুলোর কার্যক্রম নতুন উদ্যমে শুরুদেশের জেলা প্রশাসনগুলোর কার্যক্রম নতুন উদ্যমে শুরু

দেশের জেলা প্রশাসনগুলোর কার্যক্রম নতুন উদ্যমে শুরু। দেশের নাগরিকবৃন্দ অবগত যে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক রীতি অনুযায়ী প্রতিটি জেলায় সরকারের প্রতিনিধিত্ব করেন জেলা প্রশাসক। আর আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশ সুপার। ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহনকালে দেশের অর্থনীতি ছিল ফোকলা। দুর্নীতি ও অপশাসনে নিমজ্জিত পতিত স্বৈরাচারের পরিকল্পনা বাস্তবায়নে আইন ও আইনী রীতি-নীতির তোয়াক্কা না করে মন্ত্রী-এমপি ও নেতাদের হুকুম তামিলে ব্যস্ত ছিল সকল পর্যায়ের প্রশাসন। ফলে প্রশাসন ভেঙ্গে পড়েছিল।

অন্তর্বর্তী সরকার, তাঁদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে ভেঙ্গে পড়া প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সরকারের প্রতিনিধিত্বকারি জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলার ক্ষেত্রে পুলিশ সুপার নিয়োগে বিলম্ব ঘটে। এতে করে ধারাবাহিক ও নিয়মতান্ত্রিক কার্যক্রম ধীরগতিতে চলমান থাকলেও সম্প্রতি কার্যক্রমে নতুন গতি এসেছে। ফলে ‘দেশের জেলা প্রশাসনগুলোর কার্যক্রম নতুন উদ্যমে শুরু’ হয়েছে।

দেশের প্রতিটি জেলার মানুষের নতুন জেলা প্রশাসনের কাছে জেলাবাসীর অনেক আকাঙ্খা। কত অভিযোগ ফাইলবন্দি থাকায় অথবা কোন অভিযোগ বা আবেদন পত্র ফাইল থেকে গায়েব হওয়ায়, কত মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন তার হিসাব নেই। পতিত স্বৈরাচারের নেতা-নেত্রীর মাধ্যম ছাড়া প্রশাসনের কর্মকর্তাদের কাছে যাওয়াই ছিল দুরুহ। তাই জনআকাঙ্খার মধ্যে রয়েছে জেলা প্রশাসকসহ জেলা ও উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তাদের কাছে মানুষ যাতে সহজে সাক্ষাত করে তাঁদের আকাঙ্খার কথা বলতে পারেন এবং আবেদন পেশ করতে পারেন। সে অধিকার তাদের ন্যায়সঙ্গত বলে বিবেচিত হবে-এ আশাবাদ গণপ্রহরীর।

‘দেশের জেলা প্রশাসনগুলোর কার্যক্রম নতুন উদ্যমে শুরু’ শিরোনামের আজকের প্রতিবেদনে থাকছে গাইবান্ধা জেলা প্রশাসনের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বিষয়ক তৎপরতা নিয়ে আলোচনা। ডেস্কে থাকা খবরাখবর ও প্রতিবেদনের মধ্যে প্রথমেই থাকছে গাইবান্ধার নতুন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের ‘ঘাঘট লেক পরিদর্শন’ বিষয়ক আলোচনা। দ্বিতীয়ত: গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) এর নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ পাঠ করানো এবং ৪র্থ স্মার্ট ইউপি সফটওয়্যার গানিতিক টেক উদ্ধোধন বিষয়ক খবর থাকছে।

ঘাঘট লেক পরিদর্শনকে বেশীগুরুত্ব দেয়ার পিছনে একাধিক যৌক্তিক কারণ রয়েছে, যা ঘাঘট লেক পরিদর্শন বিষয়ক খবর পরিবেশনের শেষাংশে উল্লেখ করার আশা থাকছে, এ মূহুর্তে। পরিদর্শন বিষয়ক খবরের আগে যে কথাটি না বলে যেন মূল লেখায় যেতে পারছিনা। তাহলো সাঁত্ততাল হত্যার বিচার ও বাপ-দাদার জমি ফেরত পাওয়ার ন্যায়সঙ্গত দাবিসহ সাত দফা দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে পেশকৃত স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে। সে প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন থাকছে। গণপ্রহরীর আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এবার দেশের জেলা প্রশাসনগুলোর কার্যক্রম নতুন উদ্যমে শুরু বিষয়ক মূল আলোচনায় থাকছে প্রশাসক (ডিসি) গাইবান্ধার সম্প্রতি ঘাঘট লেক পরিদর্শন।

দেশের জেলা প্রশাসনগুলোর কার্যক্রম নতুন উদ্যমে শুরু
ঘাঘট লেক পরিদর্শনে জেলা প্রশাসক

জেলা প্রশাসক (ডিসি) গাইবান্ধার সম্প্রতি ঘাঘট লেক পরিদর্শন শুরু করেন জেলা শহরের পূর্বপাড়া এলাকার শশ্মান ঘাট সংলগ্ন লেকপার থেকে নৌকাযোগে। গাইবান্ধা শহরকে দ্বিধা বিভক্তিকারী ঘাঘট নদীর অংশ বিশেষ নিয়েই ঘাঘট লেক। আর লেক পরিদর্শনকে কেন্দ্র করে লেকের পানি দূষণকারি ও মশার জন্ম বৃদ্ধিতে সহায়ক কচুরিপানা মুক্ত করা হয় লেকটি।

পরিদর্শন শেষে, লেকের পারে অবস্থিত সহকারী কমিশনার (ভূমি) গাইবান্ধ সদর কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। পরিদর্শনে অংশগ্রহণ করেছিলেন স্থানীয় সরকার শাখার উপসচিব পদমর্যাদার উপপরিচালক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান ও এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) সাদরুল আলম প্রমুখ।

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম, বিনোদনের সুষ্ঠ পরিবেশ তৈরীর জন্য ঘাঘট লেক খনন এবং দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন। এবং জনস্বার্থে তা বাস্তবায়নে অত্যাবশ্যক বলে তিনি মনে করেন। এতদসঙ্গে যে সব কারণে ঘাঘট লেক বিষয়ক খবরকে বেশী প্রাধান্য দেয়া হয়েছে। তা তুলে ধরেই দেশের জেলা প্রশাসনগুলোর কার্যক্রম নতুন উদ্যমে শুরু শীর্ষক আলোচনার অন্যান্য বিষয়ক খবরা খবর তুলে ধরে আজকের এই প্রতিবেদনের সমাপ্তি টানবো।

ঘাঘট লেক : ঘাঘট লেকের অংশটি মূল ঘাঘট নদীরই অংশ। বিশেষত বর্ষা মৌসুমে প্রতি বছর দু’পার ভাঙ্গত। বাড়ীঘর ঘাঘটে বিলীন হতো। একদিকে ভাঙ্গনের হাত থেকে রক্ষার আন্দোলন ও আবেদন নিবেদন । আরেকদিকে অপরিকল্পিতভাবে ভাঙ্গনরোধ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের নামে অর্থের অপচয় হতো প্রতিবছর।

এমন পরিস্থিতিতে গণপ্রহরীর প্রধান সম্পাদক-প্রকাশক, গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক ইউনিট কমাণ্ডার, গাইবান্ধা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা উন্নয়ন শ্রমিক আন্দোলন পরিষদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এসকে মজিদ মুকুলের নেতৃত্বে বিভিন্ন শ্রেনী পেশার ৪০ সদস্য  বিশিষ্ট দল নিয়ে মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করেন। সাক্ষাতে ঘাঘট নদীর গতি পরিবর্তন করে লেকে পরিণত করে লেকের পারে ফাঁকা জায়গায় বিভিন্ন দপ্তরে কর্মরতদের আবাসস্থল এবং পশ্চিম কোমরনই মৌজার সাবেক ১৪০৩ ও ১৪২৮ দাগের খাস জমি (বানোয়াট-দলিল মূলে) অনেকেরই বেদখলকৃত জমি উদ্ধার সাপেক্ষে শহর ভিত্তিক কর্মে নির্ভর-গৃহহীন-গরীব অসহায় মানুষের বাসস্থানসহ মুক্তিযোদ্ধা-সাংবাদিকদের পুণর্বাসনে এবং জেলে সম্প্রদায়ের পুণর্বাসনে মাছ চাষের প্রকল্প পেশ করা হয়। যার ফলশ্রুতি-‘আজকের ঘাঘট লেক’। দ্বিতীয়ত : জেলা প্রশাসকের বাসভবন লেক পারে অবস্থিত। একই ভাবে সহকারি কমিশনার ভূমি, গাইবান্ধা সদর ও খোলাহাটি ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তার (তহশীল) অফিস এবং গণপ্রহরী প্রধান সম্পাদক ও এই প্রতিবেদক-গণপ্রহরী সম্পাদকের ব্রীজ রোডের বাসাবাড়ীও লেকপারে। প্রধান সম্পাদকের ঔষধ নির্ভর চিকিৎসার প্রয়োজনে ঢাকায় অবস্থান।

এতসঙ্গে ব্রীজ রোড ও ডেভিড কোম্পানী পাড়ার লেক পারের অধিবাসীদের লেক পার ব্রীজ রোড এবং লেকপার, ডেভিড কোম্পানী পাড়া ঠিকানা ব্যবহারের জন্য পৌর কর্তৃপক্ষসহ স্থানীয় সরকার বিভাগ থেকে অনুমোদন গ্রহণে গণপ্রহরী পরিবার পক্ষে জেলা প্রশাসক বরাবরে আবেদন থাকছে। উল্লেখযোগ্য যে, উপরোক্ত ১৪০৩ দাগে সাবেক জেলা প্রশাসনের পরামর্শক্রমে আশ্রিতদের আশ্রয়স্থল টিকিয়ে রাখতে ও সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

নাট্য সংস্থার নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান : গত ২০ নভেম্বর গাইবান্ধা নাট্য ও সাংষ্কৃতিক সংস্থার (গানাসাস) এর মিলনায়তনে নাট্য সংস্থার নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংস্থার পদাধিকার বলে সভাপতি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ পাঠ করান। গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) কার্যকরী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। জেলা প্রশাসক নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

নাট্য সংস্থার সকল সদস্য, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে এবং সাংবাদিক-লেখক অমিতাভ দাশ হিমুনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্থার কার্যকরী সভাপতি-রাজনীতিক শাহজাহান খান আবু ও সাধারণ সম্পাদক বিজ্ঞ আইনজীবি আবু হানিফ বেলাল।

দেশের জেলা প্রশাসনগুলোর কার্যক্রম নতুন উদ্যমে শুরু
গানিতিক টেক উদ্বোধন

গানিতিক টেক উদ্বোধন : জেলার ৭ উপজেলার ৮১ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীগণের উপস্থিতিতে গাইবান্ধা জেলা স্মার্ট ইউপি সফটওয়্যার গানিতিক টেক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার শাখা, এডিসি (জেনারেল) হেদায়েতুল ইসলাম। গানিতিক টেক বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা ফজলে রাব্বী শাহ, মার্কেটিং ব্যবস্থাপক রবিউল ইসলাম, আইটি নির্বাহী মোছা: মনিরা মনি। এছাড়া নগদ বাংলাদেশ এর বিজনেস সেল প্রধান গোলাম মর্তুজা, বিভাগীয় প্রধান আশফাক আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *