Sat. Jul 12th, 2025
প্রকৃতির বদলায় জ্বলছে যুক্তরাষ্ট্র ডুবছে সৌদি উপস্থিতি ভাইরাস ভূমিকম্পের গর্জনপ্রকৃতির বদলায় জ¦লছে যুক্তরাষ্ট্র ডুবছে সৌদি উপস্থিতি ভাইরাস ভূমিকম্পের গর্জন

ডেস্ক নিউজ: প্রকৃতির বদলায় জ্বলছে যুক্তরাষ্ট্র ডুবছে সৌদি উপস্থিতি ভাইরাস ভূমিকম্পের গর্জন। প্রকৃতির লীলাখেলার অতীত ইতিহাস তাই বলে। এক্ষেত্রে যেমন করোনা (কভিড-১৯), অতীতের কালাজ্বর, ম্যালেরিয়া, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো, দাবানল, বন্যা, ভূমিকম্প ইত্যাদি। প্রকৃতি-পরিবেশ ধ্বংসকারী বিনষ্টকারি এবং মানুষসহ সকল প্রাণীকুলের কল্যাণে উদ্ভাবিত-আবিষ্কৃত বিজ্ঞান-প্রযুক্তির অবদানের যা কিছু হয়, তার অপব্যবহার হতে থাকলে প্রকৃতি তাৎক্ষণিক বদলা নেয় না বটে। কিন্তু যখন অসহনীয় হয়ে পড়ে, তখন সতর্ক-সাবধান করতে বদলা নেয়ার ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিয়ে থাকে। এক পর্যায় ক্ষিপ্ত হয়ে বদলা নিতে বাধ্য হয় প্রকৃতি। এক্ষেত্রে ইতিহাসের রায়-‘প্রকৃতি বদলা নেয়, নিয়েছে ও নিচ্ছেও’।

বিজ্ঞান-প্রযুক্তির অবদানের ইন্টারনেট-অনলাইনের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে বিশ্ব যেহেতু মানুষের হাতের মুঠোয়। সেহেতু কমবেশি সবাই অবগত যে, প্রকৃতি আরও বদলা নিতে শুরু করেছে। যেমন যুক্তরাষ্ট্র আমেরিকার ক্যালিফোর্নিয়ার দাবানলে লসঅ্যাঞ্জেল জ¦লছে। ভারী বৃষ্টিতে নজিরবিহীন ভয়াবহ বন্যায় সৌদি আরবের মক্কা ডুবছে।

বাংলাদেশেও এইচএমপিভি ভাইরাস শনাক্ত হয়েছে একজন নারীর শরীরে। ভূমিকম্পের ভয়াবহ তাণ্ডবে তিব্বতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালে ক্ষয়ক্ষতি হয়েছে। উপরন্ত ভূমিকম্পের গর্জন সতর্ক সাবধান করেছে চীন, ভারত, ভূটান ও বাংলাদেশকে।

প্রকৃতির বদলায় জ¦লছে যুক্তরাষ্ট্র ডুবছে সৌদি উপস্থিতি ভাইরাস ভূমিকম্পের গর্জন কোথায় কতটা ক্ষতি সাধন করেছে তা জেনে নেয়া যাক। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি, রয়টার্স ও সিইএনসি ও ওয়াশিংটন পোস্ট উদ্বৃত করে বাসসসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যসূত্র থেকেই গণপ্রহরী ডেস্ক নিউজ গণপ্রহরী পরিবার পক্ষে প্রকৃতির বদলায় মানুষসহ জীববৈচিত্রের মৃত্যুর জন্য গভীর শোকজ্ঞাপনের সাথে অবকাঠামোসহ অন্যান্য ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।

সারা বিশ্বে এখন পর্যন্ত সর্বদিক থেকে ক্ষমতাধর প্রভাবশালী ‘যুক্তরাষ্ট্র’ একটি সুইচ টিপে এবং তার অনুগত শক্তিকে দিয়ে সুইচ টিপে ও ট্রেগার টেনে যে কত দেশে কত মানুষ হত্যা করেছে। এবং সম্পদ ধ্বংস করেছে তার হিসাব করা দুরুহ। তবে ‘প্রকৃতির বদলায় জ¦লছে যুক্তরাষ্ট্র ডুবছে সৌদি উপস্থিতি ভাইরাস ভূমিকম্পের গর্জন’ শীর্ষক ডেস্ক প্রতিবেদনের ক্ষয়ক্ষতির আলোচনায় তিব্বতের ভূমিকম্পে ১২৬ জনের প্রাণহানি হয়েছে ও অনেকে নিখোঁজ রয়েছেন। তদসত্বেও সুইচটি টিপে মানুষ হত্যা ও সম্পদ ধ্বংসে পারদর্শী এবং অব্যাহত রেখেছে যে যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলসের দাবানল ৭ দিনেও নিয়ন্ত্রণ করতে পারেনি। সেজন্য আমরা দু:খিত হলেও এটাকে প্রকৃতির বদলা ধরে নিয়েই প্রথমে যুক্তরাষ্ট্রের দাবানল বিষয়ে, তিব্বতে ভূমিকম্প, সৌদির বন্যা ও সবশেষে ভাইরাস বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা।

যুক্তরাষ্ট্রের দাবানল: দাবানলের ৭ দিনের আগুণে পুড়ে নিহতের সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে ও ১৬ জন নিখোঁজ রয়েছেন। এবং ৪০ হাজার একরের বেশি জায়গা পুড়ে গেছে। উপরন্তু ধ্বংসাত্মক ‘সান্তা আনা’ নামের ঝড়বাতাসে জ¦লন্ত আগুন ব্রিটেন উডস ও সান ফার্নান্দো ভ্যালির দিকে ছড়িয়ে পড়ছে। দাবানলের জ¦লন্ত আগুনে প্যালিসেইডসে আরও ১৯ হাজার এলাকা ছাড়িয়েছে। দাবানলের বিস্তৃতিকে বিশাল এক ‘হেয়ার ড্রায়ার’ এর সাথে আবহাওয়ার ধরনটিকে তুলনা করা হয়েছে। দাবানলের আগুণে পুড়ে ছাই হয়েছে নিউইয়র্কের ম্যানহাটন এলাকার চেয়ে বেশি, তাতে ১৪৫ বর্গকিলোমিটার এলাকা। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য মতে ১৫ জানুয়ারি বুধবার পর্যন্ত ৬০ মাইল পর্যন্ত বাতাসের গতি বাড়তে পারে। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা।

তিব্বতের ভূমিকম্প: তিব্বত চীনের প্রত্যন্ত অঞ্চল। সেই তিব্বতের ভূমিকম্পে ১২৬ জনের প্রাণ হানির খবর নিশ্চিত হলেও ধসে পড়া ভবনের ধ্বংস্তুপ থেকে উদ্ধার কর্মীরা আহতদের টেনে বেড় করছেন। সেহেতু প্রাণহানি সহ নিখোঁজের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হিমশীতল পরিবেশে ১২ হাজার কর্মী উদ্ধার কাজ করছেন। তবে অতিরিক্ত শীতেও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। প্রায় ৬২ হাজার মানুষের আবাসস্থল টিংরি তিব্বতের ভূমিকম্পের কেন্দ্রস্থল। চীনের প্রেসিডেন্ট শিজিনপিং হতাহতের সংখ্যা কমানোর সাথে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন, নিরাপত্তা বিধান ও উষষ্ণতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস ব্যাপক প্রানহানির জন্য দু:খ প্রকাশ করেছেন এবং অনুরোধ প্রাপ্তি সাপেক্ষে সহায়তা দিতে জাতিসংঘ  প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন।

অপরদিকে, নেপালে শক্তিশালী ভূমিকম্প ৭.১ মাত্রায় আঘাত হানে। এছাড়া প্রতিবেশি ভারত, চীন, ভুটান ও বাংলাদেশে এই ভূমিকম্পের প্রভাব অনুভুত হয় ভূমিকম্পের। এছাড়া ৬.২ মাত্রার ভূমিকম্প মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এখনও।

 সৌদি ডুবছে : সৌদি আরবে মুষলধারে নজিরবিহীন বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় বেশ ক’টি শহর ও রাস্তা ডুবে গেছে। মারাত্মক এই বন্যায় সৌদির পবিত্র মক্কা-মদিনা ও রাজধানী বিয়াদসহ বিভিন্ন এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। পবিত্র মক্কায় নজিরবিহীন বিহীন বৃষ্টি ও ভয়াবহ বন্যার পানিতে ভেসে যাওয়া গাড়ীতে ৪ বন্ধু মৃত্যুবরণ করেছেন। উপরন্ত নিম্নচাপ অব্যাহত থাকার পূর্বাভাসের ফলে ‘হাই রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে সৌদিতে।

ভাইরাস: বাংলাদেশ সরকারের আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনইস্টিটিউট) এর ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ নওশের আলম গণমাধ্যমকে জানিয়েছেন। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা এলাকার একজন নারীর শরীরে হিউম্যান মেটা নিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত। জানুয়ারির শুরুতেই চীনে এই ভাইরাসের প্রথম সংক্রমন ধরা পড়ে। ভারতেও এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে সূত্রে জানা গেছে। তবে ভাইরাসটির বিরুদ্ধে মানুষের মধ্যে অ্যান্টিবডিও তৈরি হওয়ায় করোনা ভাইরাসের মতো আতঙ্ক হওয়ার মতো কিছু নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *