সুন্দরগঞ্জ থেকে রেহানা বেগম: ‘উন্নয়নের জোয়ারেও জনগণের স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ’ করতে হচ্ছে। জনগণকে তা করতে হচ্ছে তিস্তার শাখা নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যার সমাধানের জন্য। অথচ উন্নয়নের জোয়ার বয়ে দেওয়ার কাণ্ডারি বিগত সরকারের প্রচার-প্রবাগাণ্ডায় গুরুত্ব পায়নি এই সাঁকোটি।
ফলে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের বেলাক ইউনিয়নের জিগাবাড়ী খেয়াঘাটে জনগণের ৫-৬ লাখ টাকা অর্থায়নে ও তাঁদেরই স্বেচ্ছাশ্রমে ১৭০ মিটার দীর্ঘ ও ৮ মিটার প্রস্থের কঠোর সাঁকো নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে। যা জনগণের স্বনির্ভর অর্জনে উৎসাহিত করার দৃষ্টান্ত হয়ে থাকবে।
গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জে স্বেচ্ছাশ্রমে কঠোর সাঁকো নির্মাণ কাজের উদ্বোধনী উপলক্ষে বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম সরকার মঞ্জু।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেলকা ইউপি’র প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বেলকা ইউনিয়ন জামায়াতের সভাপতি একেএম নাজমুল হুদা, সেক্রেটারি ওহেদুজ্জামান মিয়া, ইউপি সদস্য রেজাউল আলম, জবেদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আজহার আলী, মাওঃ আতাউর রহমান, মাওঃ আব্দুল আজিজ, আবু ইউসুফ, বিএনপি নেতা আমিনুল ইসলাম, ব্যবসায়ী আইয়ুব আলী, মফিদুল ইসলাম প্রমূখ।
উন্নয়নের জোয়ারেও জনগণের স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ দুটি ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রথমত: স্থানীয় জনগণের অর্থায়ন এবং দ্বিতীয়ত:জনগণেরই স্বেচ্ছাশ্রমে সুন্দরগঞ্জে উপজেলায় দৃষ্টান্ত স্থাপনকারি কাঠের সাঁকো নির্মাণ। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও নাজির হোসেন বলেন, ‘জনগণের স্বেচ্ছাশ্রমে এমন মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি স্থানীয় উন্নয়নের একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানের সভাপতি বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘আমাদের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে যোগাযোগ সমস্যায় ভুগছেন। বর্ষাকালে নৌকা ছাড়া নদী পারাপারের কোনো উপায় ছিল না। এই কাঠের সাঁকো নির্মাণ হলে দুই পাড়ের মানুষের যাতায়াত সহজ হবে, শিক্ষার্থীদের কষ্ট কমবে এবং ব্যবসা-বাণিজ্যও সম্প্রসারিত হবে।

অপর খবরে প্রকাশ, উন্নয়নের জোয়ারেও জনগণের স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ উদ্বোধন শেষে স্বেচ্ছাশ্রমের নির্মাণ কাজ চলছে। সুন্দরগঞ্জে স্বেচ্ছাশ্রমে কাঠের সাঁকো নির্মাণ কাজের উদ্বোধনের আগে ২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেরারও উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত বিজ্ঞানমেলা উদ্বোধনের আগে “জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিদের সাথে নিয়ে একটি র্যালি উপজেলা শহর প্রদক্ষিণ করে।
র্যালি শেষে ইউএনও মো. নাজির হোসেনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ, উপজেলা জামায়াতে আমীর শহিদুল ইসলাম মনজু, সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, পৌর জামায়াতে আমীর একরামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার জাফর আহমেদ লস্কর, উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার হোসেন, সহকারী প্রোগ্রামার কৃষ্ণ চন্দ্র রায় প্রমুখ। মেলায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
