গণপ্রহরী ডেস্ক : বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ও তিন তিনবারের প্রধানমন্ত্রী ধৈর্য ও সংগ্রামে আপোষহীন নেত্রীখ্যাত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গণপ্রহরী পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
শহীদ রাষ্ট্রপতি ও জেড ফোর্সে অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ঘোষিত ‘স্বাধীনতা’র রক্তার্জিত বিজয়ের মাসে তাঁর সহধর্মিনী, তাঁরই প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, বহুদলীয় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার আপোষহীন নেত্রী ও চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের প্রতিক বেগম খালেদা জিয়া দেশবাসীকে কাঁদিয়ে ৩০ ডিসেম্বর ভোর ৬টায় চির বিদায় নিলেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইয়ে রাজেউন)। তাঁর মৃত্যুতে জাতীয় জীবনে যে শূন্যতার সৃষ্টি হলো তা এ মূহুর্তে পূরণ হওয়ার নয়। তবে গণপ্রহরী আশা করে তাঁর রেখে যাওয়া একমাত্র যোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিতা- মাতার ন্যায়ই কঠিন দায়িত্ব কাঁধে তুলে নিবেন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সচেষ্ট হবেন।
শহীদ রাষ্ট্রপতির আশীর্বাদ নিয়ে ১৯৮১ সালের ১লা মে আত্মপ্রকাশিত উৎপাদক জনগনের নির্ভীক জাতীয় সপ্তাহিক ‘গণপ্রহরী’ ৩০ নভেম্বর প্রকাশিত সংখ্যায় আশাবাদ ব্যক্ত করেছিল বেগম খালেদা জিয়া সুস্থ্য হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শেষ সফরকালে বন্যাকবলিত কুড়িগ্রাম জেলার চরাঞ্চল সফর শেষে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সুধী সমাবেশে গণপ্রহরী প্রকাশক-প্রধান সম্পাদক ও জেড ফোসের অধীন থার্ড বেঙ্গল রেজিমেন্টের বিশেষ কোং ২ এমএফ কোম্পানীর যুদ্ধের নীতি কৌশল নির্ধারিক-সম্মুখ মুক্তিযোদ্ধা এসকে মজিদ মুকুলের জেলা মুক্তিযোদ্ধা সংসদ, গাইবান্ধা প্রেস ক্লাব ও শ্রমিক আন্দোলন পরিষদের পক্ষের বক্তব্য প্রেক্ষিতে বেগম জিয়া প্রদত্ত গাইবান্ধা যাওয়ার প্রতিশ্রুতি হিসেবে গাইবান্ধা সফরের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেনÑ এটা শুধু আশা নয়, বিশ্বাসও প্রকাশ করা হয়েছিল। সেই আশা ও বিশ্বাসকে দেশবাসীকে চোখের পানিতে ভাসিয়ে দিয়ে গেলেন। তবে আশা করছেন শোকসন্তপ্ত মমতাময়ী মা হারানো তারেক রহমান শোক কাটিয়ে ওঠে গাইবান্ধা ও কুড়িগ্রামসহ উত্তরজনপদ সফরের মধ্যে দিয়ে জনআকাঙ্খা পূরণে নিজে পর্যবেক্ষণ করতে সারাদেশ সফর করবেন। সেই সাথে গণপ্রহরী পরিবার মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার এবং মরহুমের রেখে যাওয়া দলের নেতাকর্মীরা শোককে শক্তিতে পরিণত করে বিএনপির লক্ষ্য অর্জনে সামর্থ হোক- এ কামনাও করেছে। পরিশেষে প্রয়াত নেত্রীর আত্মার প্রতি সম্মান প্রদর্শনে দেশবাসীর প্রতি ধৈর্য্য ধারণ ও শৃঙ্খলা রক্ষার জন্য গণপ্রহরী পক্ষে বিনিত অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন- লেখক গবেষক বদরুদ্দীন উমরকে ভোলা যাবে কি (?)

