Sun. Jul 13th, 2025
দৃষ্টি আকর্ষণদৃষ্টি আকর্ষণ

সুহৃদয় পাঠক, দৃষ্টি আকর্ষণ করছি। আপনার চারদিকে যা দেখছেন এবং দেখে যা বুঝেছেন ও ঔপলবিদ্ধ করছেন। তা যদি শিক্ষণীয়-অণুকরণীয় হয় এবং তার আলোকে যদি সমাজ ও রাষ্ট্র বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অথবা সম্মিলিতভাবে সমাজের করণীয় থাকে, তাহলে খোলা মন নিয়ে গণপ্রহরীতে লেখুন।

কেনইবা লিখবেন না? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ৫ আগস্টের রক্তার্জিত ছাত্রজনতার সফল গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে স্বাধীন চিন্তা-চেতনায় মত প্রকাশের জানালা খুলে গেছে।

সুপ্রিয় পাঠক, আর কোনো পিছুটান নয়। এবার শক্ত হাতে কলম ধরুন। সর্বক্ষেত্রে বৈষম্যের ঘুনে ধরা সমাজ ব্যবস্থা পরবির্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের লক্ষ্যের শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আপনার বিবেকের সুচিন্তিত মতামত, সবার মাঝে ছড়িয়ে দিতে গণপ্রহরীতে লিখুন।

গণপ্রহরী তার সুহৃদয় পাঠকের দৃষ্টি আকর্ষণ করার সাথে গণপ্রহরী বিশ্বাস করে ও আশা করে, শাসন-শোষণ ও নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ এবং ইতিহাসের ধারাবাহিকতায় প্রতিশোধের পরিচ্ছন্ন চিত্র বেরিয়ে আসবে আপনার ‘কলম’ নামের অস্ত্রের লেখায়। আর গল্প ও কবিতা? সমাজ পরিবর্তনের হাতিয়ার হবে, আপনার লেখা গল্প ও কবিতা। এমন বিশ্বাস থেকে দৃষ্টি আকর্ষণ করেই আহ্বান জানাচ্ছি, আগ্রহী সুশিক্ষিত যুব-ব্যক্তিকে উপজেলা ও জেলা প্রতিনিধি হওয়ার জন্য খবর ও প্রতিবেদন পাঠান।

‘দৃষ্টি আকর্ষণ’-এর এই আহ্বানে সারা দিতে সমাজ সচেতন আগ্রহী ব্যক্তিদের কেও যদি পত্রিকা বিষয়ে প্রশ্নের সম্মুখীন হন? যেমন আগ্রহী ব্যক্তিদের, কেও যদি নিজেকে নিজেই পণ্ডিত ভাবা বা পাণ্ডিত্যচিত্ত শব্দ ব্যবহারের মধ্য দিয়ে নিজেকে জ্ঞানী হিসেবে অপরের কাছে তুলে ধরা ব্যক্তি অথবা রসিক সমালোচকদের কেও-‘পত্রিকাটি’ কোন উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে কোন চেতনায় প্রকাশ হয়ে আসছে ইত্যাদি। যদিও আন্তর্জাতিক শ্রমিক দিবস-(১লা মে) উপলক্ষ্যে আত্মপ্রকাশ করায়; পহেলা মে থেকে ৩০ এপ্রিল পর্যন্ত প্রকাশনা বছর বিবেচনায় ৪৩ (তেতাল্লিশ) বছর থেকে একবার অন্তত: আমাদের লালিত চেতনা ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে আসছি। তদসত্বেও জ্ঞানীগুণী পাঠকদেরসহ আগ্রহী ব্যক্তিদের উদ্দেশ্যে গণপ্রহরী সম্পর্কে সংক্ষেপে তুলে ধরছি।

গণপ্রহরী। উৎপাদক জনগণের নির্ভিক জাতীয় সাপ্তাহিক। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে আদর্শ করে, মুক্তিযুদ্ধের চুড়ান্ত লক্ষ্যের শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায়, মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করার অপরিহার্য ভূমিকা পালনের লক্ষ্য নির্ধারণ করে, ১৯৮১ সালের ১ মে আত্মপ্রকাশ করে। রাষ্ট্রীয় ও সমাজ জীবনের প্রায় সকল ক্ষেত্রেই আকাশ-পাতাল বৈষম্যের শিকার হয়ে মানুষের জীবন-জীবিকার অপরিহার্য শর্তের কর্মসংস্থান, নদ-নদী রক্ষা ও জীবন বাঁচানো চিকিৎসা ও ইন্টারনেটসহ রাষ্ট্রীয় উন্নয়নের সকল ক্ষেত্রে পিছিয়ে থাকা উত্তর জনপদের রংপুর অঞ্চলের গাইবান্ধা থেকে আইনী বিধানমতে ১৯৮১ সালের পহেলা মে গণপ্রহরী ( https://ganapraharee.com/ ) আত্মপ্রকাশ করে ৪৩ বছর লক্ষ্য পথে অবিচল রয়েছে।

প্রযুক্তিগত কারণে পরবর্তীতে ঢাকা থেকে মুদ্রিত হয়ে ছাপা (প্রিন্ট) কপি প্রকাশিত হয়ে আসছে। বিজ্ঞান-প্রযুক্তির বর্তমান যুগে প্রতিনিয়ত প্রায় সবকিছুতেই আপডেট হওয়ার সময়কালের-অপরিহার্য গুরুত্বকে বিবেচনায় নিয়ে আমাদের অগনিত পাঠক-শুভাকাঙ্খীদের তাগিদ ও চাহিদায় পরীক্ষামূল্যকভাবে ওয়েবসাইট ( https://ganapraharee.com/ ) চালু করা হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত খবর-প্রতিবেদন, মতামত, কবিতা, গল্পসহ বিভিন্ন বিষয়ক বিভাগের প্রতিবেদনের মধ্য থেকে সময়পোযোগী গুরুত্ব বিবেচনা করে সাপ্তাহিকের উপযোগী নির্বাচিত লেখাদি নিয়ে ছাপা (প্রিন্ট) কপি প্রকাশ হয়ে আসছে।

মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টরাধীন ঐতিহাসিক মুক্তাঞ্চল ও প্রথম মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার ঘোষক-সংগঠক, জেড ফোর্সের অধীন থার্ড বেঙ্গল রেজিমেন্টের বিশেষ কোম্পানী-২ এম এফ কোম্পানীর যুদ্ধের নীত-কৌশল নির্ধারক উপদেষ্টা ও সম্মুখ যুদ্ধের নেতৃত্বাদনকারী মুক্তিযোদ্ধা, গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমাণ্ডের সাবেক ইউনিট কমান্ডার, জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ‘জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক কেন্দ্রিয় মহাসচিব’ জাতীয় যুবসংগঠন-‘বাংলাদেশ গ্রামীন যুবসমিতি (বাগ্রাযুস) সাবেক নির্বাহী সদস্য, গাইবান্ধাবাসীর সার্বিক উন্নয়নে ও শ্রমিক-কর্মচারীদের ন্যায়সঙ্গত অীধকার প্রতিষ্ঠাসহ উন্নয়নের প্রয়োজনে দীর্ঘ সময় আন্দোলনকারী-গাইবান্ধা জেলা উন্নয়ন শ্রমিক আন্দোলন পরিষদের নেতৃত্বদানকারী প্রধান উপদেষ্টা এবং গাইবান্ধার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টা ও ভূমিকা পালনের প্রয়োজনে, ত্রিবিভক্ত প্রেসক্লাবকে একত্রিকরণের সমন্বয়ক-আহ্বায়ক, সাংবাদিক-কলাম লেখক বীর মুক্তিযোদ্ধা এসকে মজিদ মুকুল গণপ্রহরীর প্রকাশক ও প্রধান সম্পাদক।

সুপ্রিয় পাঠক, গণপ্রহরী আপনার পত্রিকা। আপনার প্রিয় এই পত্রিকাকে পৃষ্ঠপোষকতা করা আপনারই দায়িত্ব্। তাই ছাপা পত্রিকা ও ওয়েবসাইটের প্রতিটি লেখা পড়ুন, ওয়েবসাইট ভিজিট করুন এবং সুচিন্তিত মতামত, লেখা ও পরামর্শ দেয়ার পাশাপাশি প্রকাশনাকে সমৃদ্ধ করতে ও এগিয়ে নিতে বিজ্ঞাপণ দিন।

দৃষ্টি আকর্ষণে:

ফাতেমা মজিদ জুঁই

সম্পাদক, গণপ্রহরী

ইমেইল : fatemamajidgp@gmail.com

যোগাযোগ : ০১৭১২৮৮১৪৩৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *