ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপ বাছাইপর্বে নেই মেসি নেইমার এশিয়াকাপে বাংলাদেশ আশাবাদী। ফুটবলের কিংবদন্তি ক্ষুদে ফুটবল ঈশ্বর মেসি ও ব্রাজিলিয়ান তারকা ‘নেইমার’- এর নাম থাকায়, শিরোনামে ফুটবল লেখার প্রয়োজন হয়নি। ফুটবল বিশ্ব নামেই বুঝেছে বিশ্বকাপ জয়ী মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় থাকছেন না মেসি ও নেইমার। তাতেই যেন ফুটবলপ্রেমি বিশ্ববাসীর মনে ক্ষণিকের জন্য শূণ্যতা বিরাজ করছে। আর এই শূণ্যতার ফাঁকের মধ্যে বাংলাদশেী ফুটবলপ্রেমীদের মনে বিশ্বকাপে বাংলাদেশের অবস্থানের দীর্ঘ সূত্রিতায়ও, ইংল্যাণ্ডে খ্যাতি অর্জনকারী বাংলার কৃতি ফুটবলার হামজার অংশগ্রহনে শান্তনা খুঁজতে, এ পর্যায়ে এশিয়াকাপে বাংলাদেশ আশাবাদী।
বিশ্ব ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বের দৃষ্টি আকর্ষণীয় বড় খেলাই হচ্ছে পাঁচ ৫ বার বিশ্বকাপ জয়ী ফুটবলের রাজা পেলের ব্রাজিল আর ফুটবল ঈশ্বর ম্যারাডোনার আর্জেন্টিনার মধ্যকার খেলা। সে খেলা বিশ্বকাপের চুড়ান্ত খেলাই হোক আর বাছাইপর্বের হোক। বিশ্ব ফুটবলপ্রেমীদের দৃষ্টি থাকে, সেই খেলার দিকে। তাইতো আমাদের মতো তারাও জানতে পেরেছেন, চোটের কারণে দু’জনেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন। তন্মধ্যে নেইমার ছিটকে গেছেন আগেই। ব্রাজিলিয়ান সমর্থকদের আক্ষেপে বেরিয়ে আসছে তাঁদের প্রিয় দলের নির্ভলশীল তারকা খেলোয়ার নেইমারকে ‘চোট’ পরিচয়ের ‘শনির দশায়’ পেয়েছে। তাইতো ব্রাজিল দলে পাচ্ছেনা সেরা তারকা নেইমারকে।
অপরদিকে, আর্জেন্টাইন তারকা মেসি তাঁর বর্তমান আমেরিকার দল ইন্টার মায়ামির হয়ে মেজর সকার লিগে আটালান্টা ইউনাইডেটের বিপক্ষে খেলতে ২-১ গোলে জেতা ম্যাচে বাঁ উরুতে ব্যাথা পান। তাইতো আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দুই দশক ধরে পথ চলতে বিশ্বকাপ, দু’বার কোপা আমেরিকাসহ অনেক শিরোপা জেতা মেসিকে ৩৩ জনের দলে রাখলেও, আর্জেন্টিনার গর্বিত কোচ লিওনেল স্কোলনি ঘোষিত ২৬ জনের দলে রাখতে পারছেন না। এমনকি বাংলাদেশ সময় ২২ মার্চ ভোর সাড়ে ৫টায় মন্টিভিডওতে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এবং ২৬ মার্চ বুয়েন্স আইয়ার্সের সকাল ৬টায় ব্রাজিলের বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচে মেসি থাকছেন না।
আরও পড়ুন- মেসির সাথে চুক্তি বাড়ানোর উদ্যোগ ইন্টার মায়ামির
তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম সূত্র জানিয়েছে বিশ্ব নন্দিত ফুটবল তারকা মেসি আর্জেন্টিনা দলে স্বশরীরে না থাকলেও আমেরিকাতে চিকিৎসাধীন থেকেই হৃদয়িকভাবে থাকবেন দলের সাথে। আর ঐক্যভাবে সমর্থকদের সাথে থেকে গলা ফাটিয়ে বলবো- ‘এগিয়ে চলো, এগিয়ে যাও আর্জেন্টিনা’…..। যদিও ম্যাচ দুটিতে পাওলো দিবালো, গঞ্জালো মন্তিয়েল, জিওভান্নি লে সেলোসোকে পাচ্ছে না আর্জেন্টিনা। তারপরও কোচের কপালে তেমন কোনো ভাঁজ পরেছে বলে কেও মন্তব্য করতে পারেননি। কারণ ইতিমধ্যেকার বাছাইপর্বের খেলায় অবশ্য আর্জেন্টিনা ৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষে রয়েছে; তাই-।

এদিকে, আমরা বাংলাদেশী ফটুবল প্রেমিরা এশিয়ান কাপ জেতার আশায় বুক বাঁধছি। স্বাভাবিকভাবে তা বাঁধছি, বিশ্বের অন্যতম সেরা ইংলিশ লিগে শেফিল্ড ইউনাইটেডের হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখা এবং বিশ্বেরই অন্যতম ফুটবল অবকাঠামোর মধ্যে বেড়ে ওঠা বাংলাদেশী বংশোভুত হামজা চৌধুরী হামজা খেলছে বাংলাদেশ দলে। বাংলাদেশের ফুটবলপ্রেমিসহ প্রায় সকল শ্রেনী পেশার জনমনেও আনন্দের দোল লেগেছে; তা লেগেছে বাংলাদেশের অভিজ্ঞ কোচ হ্যাভিয়ের কোবরা বাস্তবতার নিরিখে সার্বিক বিষয় বিচার বিশ্লেষণ করে প্রজ্জলিত আশার আলো যেন জ্বালিয়েছেন আশার বাতি যেন জ্বালিয়েছেন। তাঁর মতে, ইতিমধ্যে বাংলাদেশ-ভারত এশিয়া কাপ বাছাই পর্বের খেলাকে কেন্দ্র করে ৮ নং জার্সি পড়ে ভারতের শিলংয়ে বাংলাদেশ দলের অধিনায়ক প্রবাসী জামাল ভূঁইয়া, তারিক রায়হান কাজী ও শাহ কজাজেমের সাথে খেলায় অংশ নিচ্ছেন হামজা দেওয়ান চৌধুরী হামজা। যাতে তিনি (কোচ) ৮ নং বিপদ সংকেত হিসেবেই অখ্যায়িত করেছেন। হৃদয় ও তপু বর্মনতো আছেনই। যদিও ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহামিদুল থাকছে না দলে। তাকে বাদ দিয়েও অধিনায়কসহ চার প্রবাসী তারকা ফুটবলার নিয়ে দল সাজিয়েছেন স্প্যানিশ কোচ কোবরা। কোবরা বাহিনীর বাংলাদেশী টাইগারদের এশিয়াকাপ দলে আক্রমণাত্মক সেন্ট্রাল মিডফিল্ডারের ডান প্রান্তের ৮ নং পজিশনে খেলবেন সিলেটের বাহুবলের সংবর্ধিত ও গর্বিত ছেলে হামজা।
ভারতের মাঝমাঠসহ শক্তিশালী দলের মোকাবিলা করেই সফলতা অর্জন সম্ভব বাংলাদেশ দলের। সেভাবেই কোচের মাঠ সাজানো ছক। যদিও তিনি ‘ওয়ান ম্যান টিম’ কথায় বিশ্বাসী নন উল্লেখ করলেও কোচ গণমাধ্যমকে বলেছেন, তদসত্বেও দলে দু’একজন খেলোয়াড় থাকেন; যারা বিশেষ প্রতিভায় ম্যাচের কঠিন মুহুর্তগুলো সহজ করে নিতে পারেন। যেমন, ‘ডাবল পিভট’-এ হৃদয় আপাদমস্তক ডিফেন্সিভ মিড ফিল্ডার হিসেবে খেললেও হামজার ভিন্ন ভূমিকা হবে। জামাল ভুঁইয়া ও তপু বর্মনতো থাকছেই। হোল্ডিং মিডফিল্ডার হলেও হামজার পায়ে আছে ডিফেন্ডারের মতোই নিখুঁত ট্যাকল। সাথে আছে দুর্দান্ত কভারিং। দুই প্রান্ত থেকে ভয় ধরানোর সব ক্রম যখন ভেসে আছে বক্সে তখন তাঁর অনুমান-ক্ষমতাও চোখে পড়ার মতো লড়াকু মনোভাব। এতে করে কোচের ভাবনায় হামজা রক্ষণভাগকেও যেমন সহায়তা করতে পারবেন, তেমনি আক্রমন ভাগকেও আক্রমণ গড়ার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখতে পারবেন ২৭ বছর বয়সী মিডফিল্ডার হামজা। একাধিক মেসি ভক্তরা জানিয়েছেন, মেসির মতই হামজার তাকানো ভঙ্গি ও দৃষ্টি।
স্প্যানিশ এই কোচ হেভিয়ের কোবরাও বিশ্বের সেরা ফুটবল দলগুলোর কোচদের মতোই ফুটবলীয় টেকনিক প্রতিভা ও ট্যাকটিক্স মেধার মূল্য দিয়েই এশিয়া কাপ বিজয়ের স্বপ্ন পূরণে সাজিয়েছেন বাংলাদেশী টাইগারদের ফুটবল দলকে। ভারতীয় দলের কোচ ম্যানোলা মার্কেজ দু’দলের জন্যই খেলা কঠিন হবে বলে মন্তব্য করেছেন। যদিও ভারত তাদের জাতীয় দলের অনেক কৃতিত্বের দাবিদার অবসরে যাওয়া কৃতি ফুটবলার সুনিল ছেত্রী অবসর বাতিল করে দলে অন্তর্ভূক্ত করেছেন, তাতে দুশ্চিন্তা করছেন না বাংলাদেশ দলের এই স্প্যানিশ কোচ কোবরা। তার বিশ্লেষণমূলক স্বপ্নের আশাবাদের মূলে রয়েছে, বাংলাদেশ দলকে ৯০ মিনিট সময়কাল আগলে রাখার সক্ষমতা রয়েছে বাংলাদেশী ফুটবলপ্রেমী মানুষের ও দেশের ভালবাসার এই ঝাঁকড়া চুলের হামজার। বল বাংলাদেশ দলের দখলে থাকা অবস্থায় গোল এরিয়ায় থাকার অবাধ সুযোগতো হামজার সামনে থাকছেই। আর এই গুরুত্বপূর্ণ ভূমিকাতে খেলার জন্য শারীরিকভাবে যে সামর্থ্য থাকার প্রয়োজন, তার সবইতো আছে শেফিল্ড মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী হামজার। গণপ্রহরী পরিবার বাংলাদেশ দলের বিজয় কামনার পাশাপাশি আশাবাদ ব্যক্ত করছে ৮নং জার্সিধারী হামজা হোক ভারতের জন্য ৮নং বিপদ সংকেত। সেই সাথে সকল খেলোয়াড় সুস্থ্য শরীরে দৃঢ় মনোবল নিয়ে বিজয় ছিনিয়ে এনে সামনে এগিয়ে চলার পথ প্রশস্ত করতে সমর্থ হোক- এ কামনাও থাকছে গণপ্রহরী পরিবারের।
