Sat. Jul 12th, 2025
শুভ নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দশুভ নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ

শুভ নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ। শুভ হোক বাংলা নববর্ষ। ১লা বৈশাখ ১৪৩২ নববর্ষের পহেলা দিন। প্রকৃতির স্বাভাবিক নিয়মেই ১৪৩২ বাংলা সনকে বিদায় দিয়ে বরণ করছি নববর্ষকে। স্বাগতম নববর্ষ ১৪৩২। আর এই বর্ষবরণে ধর্ম-বর্ণ, গোষ্ঠী ও শ্রেনী নির্বিশেষে সব বাংলাদেশীরই এই বর্ষপঞ্জি। আমাদের জাতীয় জীবনে সামাজিক ও সাংষ্কৃতিক দিক থেকে পহেলা বৈশাখ গুরুত্বপূর্ণ দিন। দেশের রাজধানীসহ সকল শহর-বন্দর-নগরী যেন আনন্দ উৎসবের আমেজে ভেসেছে। এই উৎসবের দিন উপলক্ষে গণপ্রহরী পরিবারের পক্ষ্যে সম্মানিত পাঠক, গ্রাহক, এজেন্ট, হকার, বিজ্ঞাপণদাতা, কলমযোদ্ধা সাংবাদিক-প্রতিবেদক- লেখক-কলামিস্ট ও পৃষ্ঠপোষক শুভানুধ্যায়ীসহ দেশ ও বিদেশে বসবাসকারী সকল বাংলাদেশী মানুষকে আমাদের শুভেচ্ছা। বাংলা নববর্ষ ১৪৩২ শুভ হোক সবার জীবনে।

ফাতেমা মজিদ জুঁই, সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *