স্টাফ রিপোর্টার: সরস্বতী পূজা আগামীকাল দেশব্যাপী অনুষ্ঠিত হবে। সম্প্রীতির পরীক্ষিত এই দেশে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসবস্থলে দেখা যাবে বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি। তাতে ধর্মানুরাগী মানুষের এই পূজা পালনকে উৎসবমুখর করবে সকলের উপস্থিতি এবং সম্প্রীতির বন্ধনকে করবে শক্তিশালী। বিদ্যাদেবী সরস্বতী আনন্দভরে বাংলাদেশী মানুষের সম্প্রীতির বন্ধন উপভোগ করবেন।
রাজধানী ঢাকাসহ আগামিকাল সারা দেশে পালিত হবে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস যে, জ্ঞান ও বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী । এ কারণে ভক্তবৃন্দরা, বিশেষত শিক্ষার্থীরা মন্দিরে মন্দিরে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজন করে থাকেন।
মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে প্রতি বছর বন্দনা করা হয় বিদ্যা দেবীর। সনাতন ধর্মাবলম্বীরা বুদ্ধিদায়িনী, ঐশ্বর্যদায়িনী, জ্ঞানদায়িনী, মোক্ষদায়িনী, সিদ্ধিদায়িনী, ও শক্তির আধার হিসেবে শ্বেতশুভ্র কল্যাণময়ী সরস্বতী দেবীর আরাধনা ও পূজা-অর্চণা করেন।
শুক্ল পক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে আজ রোববার সকাল ৯টা ৪৪ মিনিটে । এ তিথি শেষ হবে আগামীকাল সোমবার সকাল ১০ টা ২৭ মিনিটে । ইতোমধ্যে শেষ হয়েছে পূজার আয়োজন সব কাজ।
জ্ঞান ও বিদ্যা দেবী সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। বিস্তীর্ণ এই মাঠ পরিণত হয় সরস্বতী পূজার এক উৎসবে। এছাড়া রাজধানী ঢাকায় বিভিন্ন মণ্ডপ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে এ পূজার আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পূজা উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে। নানা আয়োজন থাকছে জগন্নাথ হলকে ঘিরে। এবার জগন্নাথ হলের কেন্দ্রীয় উপাসনালয়সহ হলের মাঠে পূজা অনুষ্ঠিত হবে প্রায় ৭০টি মণ্ডপে। চারুকলার শিক্ষার্থীদের নির্মিত দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় সরস্বতী প্রতিমাই হচ্ছে পূজা মণ্ডপগুলোর মূল আকর্ষণ
এ দেবীর আরাধনা হবে ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে । এছাড়া সরস্বতী পূজার আয়োজন চলছে, সিদ্ধেশ্বরী মন্দির, শাঁখারী বাজার, তাঁতি বাজার, বনানী ও রমনা কালী মন্দিরসহ মণ্ডপে মণ্ডপে। সব স্থানে পূজার আয়োজন হবে সকালেই। বিকেল ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত আরতি ও অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ পূজায় থাকছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এই পূজাকে ঘিরে বিভিন্ন পূজা পন্ডপগুলো ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে।
সরস্বতী প্রতিমা বিক্রির ব্যস্ততা দেখা গেছে পুরান ঢাকার শাঁখারী বাজারে। সেখানে দোকানীরা বিভিন্ন আকৃতির প্রতিমা নিয়ে পসরা সাজিয়েছেন। দোকানীরা বিভিন্ন জায়গা থেকে প্রতিমা বানিয়ে বিক্রি করতে এসেছেন শাঁখারী বাজারে।
স্থানীয় অনেক দোকানিরাও সরস্বতী পূজা উপলক্ষে ব্যবসার বাইরে নিয়মিত প্রতিমা বিক্রি করছেন। বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা কিনতে ভিড় করছেন, আবার অনেকে আসছেন শুধু প্রতিমা দেখার জন্য। ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত প্রতিমার দাম রাখা হচ্ছে প্রতিমার আকৃতি ভেদে। তবে এই পূজা ঘরোয়া হওয়ায় ছোট আকৃতির প্রতিমাগুলোরই চাহিদা বেশি।
তাছাড়া, ফুল, ফল, বেলপাতাসহ পূজা উদযাপনের জন্য বিক্রি হচ্ছে বিভিন্ন উপকরণও।
