Thu. Mar 27th, 2025
আমি দাতা দয়ার সাগর প্রতিকী ছবি

-শেখ মুহাম্মদ রুস্তম আলী

যদি আসো আমার কাছে

খুঁজো নাকো আমায় ছাড়া

আমি দাতা দয়ার সাগর

খুঁজলে পাবে আমার সাড়া।

কোনদিনকি পাওনি তুমি

ডেকে আমায় সঙ্গোঁপণে?

তবে কেন ভাবছো তুমি

ডাকো আমায় ফুল্লমনে।

বিরহী মন যখন বলে

আমায় তুমি খুঁজো নাকো

তখন ধাই তার পানে যে

তাইতো বলি আমায় ডাকো।

ডাকো মোরে সকাতরে

ডাকো মোরে সঙ্গোঁপণে

ডাকলেই পাবে আমায়

অন্তর দিয়ে ডাকো মোরে।

[বিঃদ্রঃ সূরা বাকারা-২:১৮৬ আয়াতের

উপর ভিত্তি করে লিখিত।]

আরও পড়ুন- কবিতা

মা-বাবার প্রতি ভালোবাসা (Love to Mother & Father)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *