নিজস্ব প্রতিবেক: সয়াবিন তেলে অবৈধ কারখানায় অভিযান চালিয়ে মালিক ও একজন কর্মচারীকে গ্রেফতার করা হয়। ২৫ ফেব্রুয়ারি পঞ্চগড়েরর বোদা উপজেলায় অবৈধ সয়াবিন তেলের কারখানা গড়ে তুলে বোতলজাত করে বাজারে সরবরাহ করেন মালিক ইব্রাহিম আজি রুবেল (৩৬) এবং কর্মচারী রাকিব হাসান (২৪)।
বোদা থানা পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে জব্দ করেছেন ৩ হাজার ১৩২ লিটার বোতলজাত সয়াবিন তেল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোদা সদর ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বোতলজাত অবৈধ সয়াবিন তেলের কারখানাটি থেকে বোতলজাত সবগুলো তেল জব্দ করেন থানা পুলিশ।
এসময় কারখানায় তেল বাজারজাত করণের কাজে নিয়োজিত দুটি পিকআপও জব্দ করা হয়।
গ্রেফতার করা মালিক ও কর্মচারীর বিরুদ্ধে থানা পুলিশ বাদি হয়ে নিরাপদ খাদ্য আইনে একটি মামলা দায়ের করে। আসামীদের আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, “কারখানাটিতে দীর্ঘদিন ধরে কর ফাঁকি দিয়ে ফাইন, টরি এবং ডায়মন্ড নামে বিভিন্ন কোম্পানির নকল লেবেল ব্যবহার করে খোলা ও নিম্ন মানের সয়াবিন তেল ড্রামে করে এনে বোতলে ভরে বাজারজাত করে আসছিলেন বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের ইব্রাহিম আজিজ রুবেল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বেনামি ওই কারখানাটিতে অভিযান চালায় বোদা থানা পুলিশ। এসময় তিন হাজার ১৩২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ”।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, “অনুমোদিনহীন অবৈধ সয়াবিন তেল বোতলজাত করার প্রতিষ্ঠান গড়ে তুলেন আজিজ। দীর্ঘদিন ধরে খোলা তেল ড্রামে করে খোলা ও নিম্নমানের সয়াবিন তেল নিয়ে এসে বিভিন্ন কোম্পানির নকল লেবেল তৈরি করে বোতলজাত তেল তৈরি করে বাজারে বিক্রি করছিল তারা। অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করা হয়। একই সাথে তেল সহ দুটি পিকআপ জব্দ করা হয়েছে। মালিক ও কর্মচারীর কিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে”।
তিনি আরও বলেন, ‘তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে’।
আরও পড়ুন- ধনীদের হাতে প্রায় ৬০ শতাংশ সম্পদ
